পেট্রলে লিটারপ্রতি দাম কমবে ৯ টাকা ৫০ পয়সা, সিলিন্ডারপ্রতি ভর্তুকি মিলবে ২০০ টাকা; বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

Subsidy-of-Rs-200-per-cylinder-The-big-announcement-is-from-the-central-government


সমাচার ওয়েব ডেক্স : অবশেষে জ্বালানির শুল্কে ছাড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। একধাক্কায় পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা কমানো হল। আর প্রতি লিটার ডিজেলে শুল্ক কমানো হল ৬ টাকা। যার ফলে পেট্রলে লিটারপ্রতি দাম কমবে ৯ টাকা ৫০ পয়সা। আর ডিজেলে দাম কমবে লিটারপ্রতি ৭ টাকা করে। রবিবার মধ্যরাত থেকে কার্যকর লাগু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।


এছাড়াও রান্নার গ্যাসের দামেও বড়সড় স্বস্তি দিয়েছে মোদি সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) এদিন জানিয়েন, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা রান্নার গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়ানো হচ্ছে। এবার থেকে সিলিন্ডারপ্রতি ভর্তুকি মিলবে ২০০ টাকা করে। বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই ভর্তুকি পাওয়া যাবে। এই সুবিধা পাবেন উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ৯ কোটি গ্রাহক।

Post a Comment

Previous Post Next Post