গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শনে রাজ্যের অনগ্রসর শ্রেণী ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বারাইক

Minister-for-Backward-Classes-and-Indigenous-Welfare-Buluchik-Baraik-visits-Gram-Panchayat-area


প্রতিনিধি : উত্তর 24 পরগনা বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোল্লাহাটে গ্রামে রবিবার দুপুরে গ্রাম পরিদর্শনে আসেন রাজ্যের অনগ্রসর শ্রেণী ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বারাইক।

দিদির সমস্ত সুযোগ সুবিধা ঠিকমতো আদিবাসী পরিবারের কাছে  পৌঁছচ্ছে  কিনা তা নিজে এসেই পরিদর্শন করলেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী। রবিবার দুপুরে মোল্লাহাটে গ্রামে আদিবাসী পরিবারের সাথে দেখা করেন তিনি।

গ্রামের মহিলাদের সাথে কথা বলে জিজ্ঞাসা করেন সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমত পাচ্ছেন কিনা। খোদ আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সুযোগ-সুবিধার কথা জানায় গ্রামের আদিবাসী পরিবারের মহিলারা।

বেণীমাধব শীলের "পঞ্জিকা" আজও অম্লান ও অক্ষয়- নির্মল বিশ্বাস

অনেকের অভিযোগ তারা সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমত পাচ্ছেন না। কেউ কেউ জানান জয় জোহর ভাতা, লক্ষীর ভান্ডার এর টাকা বারবার ছুটে ও সুরাহা মেলেনি। তাছাড়াও অনেকেই জানান আদিবাসী সম্প্রদায়ের  কিছু পরিবার এসটি সার্টিফিকেট বানাতে পারছেন না সে নিয়েও মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে থাকেন।

অভিযোগ কানে আসতেই মন্ত্রী প্রাথমিকভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন দিদি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছেন কিন্তু সেটা আদিবাসীদের কাছে কোন অসুবিধার জন্য পৌঁছাতে পারছে না। তিনি অতি শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখবেন।

এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য লিংকে ক্লিক করুন

এছাড়াও অভিযোগ পেয়ে তিনি নিজেই বনগাঁ ব্লকের বিডিও অর্ঘ্য দত্ত কে ফোন করে ভাতা ও লক্ষীর ভান্ডার সংক্রান্ত বিষয় নিয়ে আদিবাসীদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দেন। মোল্লাহাটে গ্রামে এসে ভিডিওকে পরিদর্শন করার জন্য নির্দেশ দিয়েছেন অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বারাইক।

Post a Comment

Previous Post Next Post