'কাউকে চুম্বন করা যৌন অপরাধ নয়', অভিযুক্তকে জামিন দিল হাইকোর্ট

Kissing-someone-is-not-a-sexual-offense-the-accused-was-granted-bail-by-the-High-Court


ওয়েব ডেস্ক : বম্বে হাইকোর্ট, যৌন হয়রানি মামলার শুনানির সময় বলেছে চুম্বন একটি অস্বাভাবিক অপরাধ নয়। আদালত একটি 14 বছর বয়সী ছেলের যৌন নিপীড়নের মামলায় অভিযুক্তকে জামিন দিয়ে বলেছেন, চুম্বন এবং প্রেম করা ভারতীয় দণ্ডবিধির 377 ধারার অধীনে অপ্রাকৃতিক অপরাধ নয়।

মামলার রায় ঘোষণার সময় বিচারপতি অনুজা প্রভুদেসাই বলেন, "ভুক্তভোগীর বক্তব্যে (এফআইআর) প্রাথমিকভাবে ইঙ্গিত দেয় যে আবেদনকারী ভিকটিমটির গোপনাঙ্গ স্পর্শ করেছিলেন এবং তার ঠোঁটে চুম্বন করেছিলেন। আমার দৃষ্টিতে, এটি ভারতীয় দণ্ডবিধির 377 ধারার অধীনে প্রাথমিকভাবে একটি অপরাধ নয়।"

মামলার এফআইআর অনুসারে জানা গিয়েছে, ছেলেটির বাবার আলমারি থেকে কিছু টাকা হারিয়ে গেছে। নাবালক ছেলে তার বাবাকে বলে যে সে একটি অনলাইন গেম রিচার্জ করার জন্য অভিযুক্তকে টাকা দিয়েছিল। ভিকটিমটি তার বাবাকে আরও বলে, লোকটি একবার তাকে চুম্বন করেছিল এবং তার গোপনাঙ্গ স্পর্শ করেছিল। এরপর ভিকটিমটের বাবা পুলিশের কাছে যান এবং POCSO আইন এবং 377 ধারায় এফআইআর দায়ের করেন।

এদিন বিচারপতি প্রভুদেসাই আরও বলেন, ছেলেটির ডাক্তারি পরীক্ষায় যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত হয়নি। তিনি বলেন, আসামি ইতিমধ্যে এক বছর হেফাজতে কাটিয়েছেন, তাই তিনি জামিন পাওয়ার অধিকারী। আদালত ওই ব্যক্তিকে 30,000 টাকার জামিন দিতে বলেছে।

Post a Comment

Previous Post Next Post