বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিক্রেতার, গ্রেফতার বিদ্যুৎকর্মী

Death-seller-electrician-arrested-after-getting-electrocuted

প্রতিনিধি : হাটে সবজী বিক্রি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বছর ৪০ এর এক কাঁচামাল বিক্রেতার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার হেলেঞ্চা বাজার সংলগ্ন হাটে। মৃত বিক্রেতার নাম অসিত প্রামাণিক। বাড়ি হেলেঞ্চা টেংকি পাড়ায়।

'কাউকে চুম্বন করা যৌন অপরাধ নয়', অভিযুক্তকে জামিন দিল হাইকোর্ট

রবিবার সন্ধ্যায় হেলেঞ্চা হাটে সবজী বিক্রি করতে আসেন অসিত বাবু। নিজের দোকানের সামনে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত একটি আলগা বিদ্যুতের তারে হাত দেয় অসিত বাবু। সাথে সাথে সেখানে লুটিয়ে পরেন তিনি। পরবর্তীতে স্থানীয়রা বাগদা গ্রামীণ হাসপাতালে তাঁকে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন

অন্যদিকে, পরিবারের পক্ষ থেকে বাগদা থানার লিখিত অভিযোগ জানালে, বাগদা থানার পুলিশ ওই হাটের এক বিদ্যুৎ কর্মী বাপি মন্ডলকে গ্রেফতার করেন৷

হাটে যত্রতত্র বিদ্যুতের তার ছড়িয়ে থাকার জন্যই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

Post a Comment

Previous Post Next Post