নতুন ৬ জেলা ঘোষণায় জোরদার জল্পনা চলছে নবান্নে

There-is-strong-speculation-in-Nabanne-about-the-announcement-of-6-new-districts


প্রতিনিধি : রাজ্যে নতুন ছয় জেলা ঘোষণা করতে চলেছে নবান্ন! এবার সেই জল্পনা তুঙ্গে।শোনা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য। 

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণা ভেঙে বসিরহাট এবং উত্তর ২৪ পরগণা ঘোষণা করতে চলেছে নবান্ন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণাকে ভেঙে ৩ টি জেলার ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে তিনটি জেলা হতে পারে আলিপুর সদর, ডায়মন্ড হারবার। অন্য একটি জেলায় যুক্ত হতে পারে বারুইপুর থেকে ক্যানিংয়ের অংশ।

মতুয়া ভক্তদের ওপর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে পথে নামলেন মতুয়ারা

এদিকে বিশেষ জল্পনা রয়েছে সুন্দরবন ঘিরে। কারণ, অনেক আগে থেকেই সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর। একথা আগেই জানিয়েছিলেন তিনি।

সুত্রে খবর, দুই ২৪ পরগণার জটিল অবস্থানের কথা মাথায় রেখেই পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। উত্তর ২৪ পরগণার তুলনায় দক্ষিণ ২৪ পরগণার আয়তন আরও বেশী। তাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে ৪ টি আলাদা জেলার কথা ঘোষণা করতে চলেছে নবান্ন। এর ফলে কাজের ক্ষেত্রে অনেকটা ঝক্কি কম হবে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post