বনগাঁর রেল বাজার এলাকায় আগুনে ভস্মীভূত তিনটি দোকান, লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভবনা

The-shop-burnt-down-in-the-fire-the-possibility-of-loss-of-millions-of-rupees


প্রতিনিধি : বনগাঁ থানার রেল বাজার এলাকায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল পরপর তিনটি দোকান। দুর্ঘটনাটি শনিবার ভর দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানা এলাকার রেল বাজারের বাটা মোড় অংশে ঘটেছে। অবশেষে দমকলের দুটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এই সপ্তাহের কাগজ... Sarbabhauma_Samachar_Issue_02_Date_31_03_2022

আগুন সংলগ্ন এলাকাবাসীদের দাবি, ওই দোকান সংলগ্ন এলাকায় রেলের একটি ভ্যাট আছে। রেলের তরফ থেকে সেখানে প্রতিদিন আবর্জনা পোড়ানো হয়। অসাবধানতাবশত সেখান থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান। 

'দাঙ্গাবাজদের প্রতিনিধি হয়ে বাংলায় এসেছেন জগদীপ ধনকর', বললেন গোপাল শেঠ

এদিন দুপুর দুটো নাগাদ একটি দোকানের পিছন থেকে কালো ধোঁয়া বেরোতে  দেখেন স্থানীয় এলাকাবাসীরা। প্রাথমিকভাবে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তারা। কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে বেরোতে থাকলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দুটি দমকল ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এক ধাক্কায় গ্যাসের দাম বেড়ে ২৫০ টাকা

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি বলে জানিয়েছেন দোকানব্যবসায়ীরা। এদিন একটি মোবাইলের দোকান, একটি প্রসাধনী সামগ্রীর দোকান এবং একটি ডাক্তার-খানা আগুনে ভস্মীভূত হয়।

খবর পেয়ে দুর্ঘটনা স্থলে ছুটে আসেন, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তিনি বলেন, রেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে। পৌরসভার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে। আমাদের অনুরোধ রেল তরফ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।

Post a Comment

Previous Post Next Post