LPG GAS : এক ধাক্কায় গ্যাসের দাম বেড়ে ২৫০ টাকা

The-price-of-gas-increased-by-250-rupees-in-one-go

রিয়া গিরি : এক ধাক্কায় সিলিন্ডার প্রতি এলপিজি গ্যাসের দাম বাড়লো ২৫০ টাকা।  গত দু'মাস এই নিয়ে গ্যাসের দাম বেড়ে গেল ৩০০  টাকা। যা নিয়ে অস্বস্তিতে ব্যবসায়ীকরা।

সূত্রের খবর, নতুন বছরের শুরুর পর থেকে   খাদ্য তেল, জ্বালানি তেল এবং গ্যাসের দাম বেড়ে চলেছে। পয়লা এপ্রিল সকালে দিল্লির বাণিজ্যিক গ্যাসের দাম ১৯ কেজির সিলিন্ডার প্রতি ২ হাজার ২৫৩ ঢাকায় এসে দাঁড়ালো। এর আগে ১  মার্চ রান্নার গ্যাসের দাম বেড়ে বেড়েছিল  ১০৫ টাকা। ২২ মার্চ সেই দাম কমিয়ে আনা হয়েছিল ৯ টাকা। এবার আবারো গ্যাসের দাম বাড়ানো হয়েছে ২৫০ টাকা প্রতি সিলিন্ডারে।

এর মাঝে স্বস্তির খবর  ঘরোয়া কাজে ব্যবহৃত এলপিজি রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। কলকাতাতে সিলিন্ডার মিলছে ৯৭৬ টাকাতে অপরদিকে একই সিলিন্ডার দিল্লিতে পাওয়া যাচ্ছে ৯৪৯ টাকা ৫০ পয়সাতে। মধ্যবিত্ত বাড়িগুলির চিন্তার কারন না থাকলেও ক্ষতির মুখে পড়তে হয়েছে বাণিজ্যিকভাবে ব্যবহৃত সংস্থাগুলিকে।  এর পাশাপাশি বিমান সংস্থাগুলি জন্য রয়েছে অস্বস্তির খবর। বিমানের জ্বালানির দাম  বাড়িয়ে ফেলা হচ্ছে ২ শতাংশ করে। অর্থাৎ প্রতি ১ কিলোমিটারে একটি বিমানের জ্বালানির খরচ পড়বে ২ হাজার ২৫৮  টাকা ৫৪ পয়সা করে। সড়কপথের যানবাহন হোক কিংবা আকাশপথে, সবকিছুর জ্বালানির দাম আকাশ ছুঁই ছুঁই। যদিও কিছু সময়ের জন্য পেট্রোল-ডিজেলের দাম না বাড়ায় স্বস্তির মুখে মধ্যবিত্তরা।

Post a Comment

Previous Post Next Post