মতুয়া ভক্তদের ওপর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে পথে নামলেন মতুয়ারা

The-Matuas-took-to-the-streets-to-protest-against-the-attack-of-the-miscreants-on-the-Matua-devotees


প্রতিনিধি : মঙ্গলবার রাতে মতুয়া ভক্তদের ওপর দুষ্কৃতীদের অতর্কিত হামলার ঘটনায় এবার চাঁদা  বাজারে মতুয়া ভক্তরা প্রতিবাদে নামলেন। এদিনেপথ অবরোধ করে বিক্ষোভ চলে প্রায় দুই ঘণ্টা যাবৎ।

সূত্রে খবর, বনগাঁ বাগদা রোড এলাকায় চাঁদা বাজারে এদিন বিকেল থেকে পথ অবরোধ করে শতাধিক মতুয়া ভক্তরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় অবরোধকারী এক মতুয়া ভক্ত বলেন, " মঙ্গলবার রাতে কাজীপাড়ার ঘটনায় আমরা চাঁদাবাজারে পথ অবরোধ করেছি। কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো কোনো আশ্বাস মেলেনি। যতদিন না কোনো আশ্বাস পাচ্ছি পথগুলো চলতে থাকবে।"

মতুয়াভক্তদের উপরে হামলার প্রতিবাদে পথ অবরোধ

অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন প্রায় দু'ঘণ্টা ধরে পথ অবরোধ করে রাখে মতুয়া ভক্তরা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় তারা। উল্লেখ্য, মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার নরেন্দ্রপুর থেকে মতুয়াদের একটি বাস রওনা দিয়েছিল ঠাকুরবাড়ির বারুনি মেলায় যোগ দেওয়ার উদ্দেশ্যে।

বারুণী মেলাতে আসবার সময় বারাসাত কাজীপাড়া এলাকায় একদল দুষ্কৃতিকারী মতুয়াদের উপরে আক্রমণ করে। তারপর থেকেই প্রতিবাদে একাধিক বিক্ষোভ মিছিলে সোচ্চার হয়েছেন মতুয়া ভক্তরা। এমনকি এদিনের বিক্ষোভ মিছিলে হুঁশিয়ারি দিয়ে মতুয়া ভক্তরা দাবি জানান, দ্রুত দোষীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে পথ বেছে নিবেন তারা।

এই সপ্তাহের কাগজ... Sarbabhauma_Samachar_Issue_02_Date_31_03_2022

সম্প্রতি, গতকাল শনিবার বিকেলে বাগদার হেলেঞ্চাতে ডাঙ্কা কাশি নিয়ে বনগাঁ বাগদা রাজ্য সড়কের হেলেঞ্চাতে বাগদা থানার সামনে রাস্তার উপরে বসে পরে অবরোধ শুরু করেছিলেন কিছু মতুয়া ভক্তরা। ৪০ মিনিট অবরোধ চলার পরে বাগদা থানার পুলিশ এসে স্মারকলিপি জমা নিলে  অবরোধ তুলে নেয় মতুয়ারা।

Post a Comment

Previous Post Next Post