Shatrughan Sinha wins Asansol by election : আসানসোল উপনির্বাচনে ২ লাখ ভোটে জিতেছেন শত্রুঘ্ন সিনহা

Shatrughan-Sinha-has-won-the-Asansol-by-election-with-200000-votes


ওয়েব ডেস্ক : আসানসোল সংসদীয় আসনের উপ-নির্বাচনে 2 লাখেরও বেশি ভোটের ব্যবধানে ঐতিহাসিক বিজয় নথিভুক্ত করেলেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) শত্রুঘ্ন সিনহা। এই প্রথম আসানসোল সংসদীয় আসনে জিতেছে টিএমসি। ইতিপূর্বে 2014 এবং 2019 লোকসভা নির্বাচনে, বাবুল সুপ্রিয় বিজেপির টিকিটে জিতেছিলেন। তার আগে এই আসনটি ছিল সিপিআই(এম)এর দখলে। 

আরও পড়ুন-- বালিগঞ্জে জয়ী বাবুল সুপ্রিয়, আসানসোলে দু লক্ষ ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা

জয়ের পর শত্রুঘ্ন সিনহা বলেন, জয়ের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের। জয়ের কৃতিত্ব এখানকার মানুষের, এখাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের, আমাদের কর্মীদের। আর কিছুটা হলেও একজন কর্মী হিসেবে আমিও চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে এসেছি।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আসানসোলের জনগণের নির্দেশকে অধ্যাদেশ হিসেবে নিয়ে আমি এখানে এসেছি এবং এখন এই মানুষের ভালোবাসার কাছে মাথা নত করেছি। আমি নিজের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বেশি খুশি। এখনো সার্টিফিকেট পায়নি, পাওয়ার পরেই জয় নিয়ে কথা হবে।

আরও পড়ুন-- ভাইস চেয়ারম্যানের উদ্যোগে অভিনব ইলিশ উৎসব

তিনি বলেন, এটা ঐতিহাসিক বিজয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য হওয়া সত্ত্বেও কী কারণে দলটি আজ পর্যন্ত এই আসনে জিততে পারেনি, আমি জানি না। এখন মনে হচ্ছে আমরা সঠিক পথে এসেছি, সঠিক সময়ে এসেছি। এখন আমরা সঠিক পথ অনুসরণ করে এগিয়ে যাব।

এদিন জয়ের পর আসানসোল সংসদীয় কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।


Post a Comment

Previous Post Next Post