প্রতিনিধি : গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে উত্তেজনায় পথ অবরোধ এলাকাবাসীদের । স্থানীয় চাকদা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়। এদিন অবরোধে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বনগাঁ থানার অন্তর্গত শক্তিগড় সংলগ্ন নরত্তম পল্লী এলাকায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ছড়িয়ে ছিল এলাকায়। স্থানীয়দের দাবি, গৃহবধূকে বিয়ের পর থেকে তার স্বামী রথীন সেন সহ শাশুড়ি সুতপা সেন, দেওর রজত সেন এবং তার শ্বশুর অত্যাচার করতেন।
এই সপ্তাহের কাগজ... Sarbabhauma_Samachar_Issue_03_Date_07_04_2022
যদিও গত শুক্রবার রাতে বনগাঁ থানার পুলিশ রথীন সহ তার মা ও ভাইকে আটক করে তাদের বাড়ি থেকে। তবে শশুর রবীন্দ্রনাথ সেন ওই ঘটনার পর থেকে এই খবর প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত পলাতক।
উল্লেখ্য, গৃহবধূর মৃতদেহ উদ্ধার শনিবার সকালে মৃত বধুর পরিবারের সদস্যরা এবং এলাকাবাসীরা বনগাঁ থানা এবং বনগাঁ মহাকুমা আদালতের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।
এবার তিনদিন পর আবারও উত্তেজনা ছড়াল বনগাঁর নরত্তম পল্লী এলাকায়। এদিন চাকদা রোডে বিক্ষোভ করে অবরোধ শুরু করে এলাকাবাসীরা। তাদের দাবি মুল অভিযুক্ত রথিন- এর বাবা অর্থাৎ গৃহবধূর শশুর রবীন্দ্রনাথ সেন কে এখনও গ্রেফতার করা হয়নি। এদিন সরাসরি প্রশাসনের বিরুদ্ধেও গাফিলতির আঙুল তুলছেন স্থানীয়রা।
স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার উকিল স্বামী সহ দেওর, শাশুড়ি, পলাতক শ্বশুর
এদিনের অবরোধে সামিল হন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া। তিনি বলেন, "বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেলেও গৃহবধূ হত্যা কান্তে অন্যতম অভিযুক্তকে ধরা হয়নি। এমনকি, তিনি প্রকাশ্যে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি।" এদিন বনগাঁ পৌরসভার তৃণমূল কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া আরও বলেন, "দোষীদের শাস্তির জন্য যতদূর যেতে হয় যাব।"
অবরোধের সময় ঘটনাস্থলে পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।