ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আম্বেদকর জয়ন্তী উপলক্ষে রাজধানী দিল্লির তিন মূর্তি ভবন কমপ্লেক্সে দেশের প্রধানমন্ত্রীদের জন্য নিবেদিত একটি নবনির্মিত জাদুঘরের উদ্বোধন করেছেন।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi buys the first ticket at 'Pradhanmantri Sangrahalaya' as he visits the museum dedicated to the country's Prime Ministers since Independence
— ANI (@ANI) April 14, 2022
(Source: PMO) pic.twitter.com/yhPeJGR8md
স্বাধীনতার 75 বছর স্মরণে সারা দেশে পালিত 'আজাদি কে অমৃত মহোৎসব' চলাকালীন এই জাদুঘরটি উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) অনুসারে, মোদির দূরদর্শিতায় পরিচালিত এই জাদুঘরটি দেশের সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীদের অবদানের প্রতি শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি।
আরও পড়ুন-- বৈশাখী উদযাপনের কারণ ও গুরুত্ব জানুন
দেশের প্রধানমন্ত্রীদের উদ্দেশ্যে নিবেদিত জাদুঘর পরিদর্শন করার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'প্রধানমন্ত্রী সংগ্রহালয়'-এর প্রথম টিকিট (প্রধানমন্ত্রী সংগ্রহালয় টিকিট) কেনেন এবং তারপরে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রীর যাদুঘর (প্রধানমন্ত্রী সংগ্রহালয়) দেশের প্রধানমন্ত্রীদের জীবন ও অবদানের মাধ্যমে স্বাধীনতা-পরবর্তী ভারতের গল্প বলে। এই জাদুঘরটি স্বাধীনতার পর দেশের প্রতিটি প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের মেয়াদকাল এবং তাদের আদর্শ যাই হোক না কেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)সূত্রে খবর, এই জাদুঘরে পুরানো এবং নতুনের বিরামহীন মিশ্রণ রয়েছে। পূর্ববর্তী কিশোর মূর্তি ভবনটিকে ব্লক ওয়ান হিসেবে এবং নবনির্মিত ভবনটিকে ব্লক টু হিসেবে গড়ে তোলা হয়েছে। উভয় ব্লকের মোট আয়তন ১৫,৬০০ বর্গমিটার। এই জাদুঘরে মোট 43টি গ্যালারি রয়েছে।
WATCH | PM @narendramodi visits #PradhanMantriSangrahalaya dedicated to all the Prime Ministers of India. pic.twitter.com/AEZboiHlOn
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) April 14, 2022
পিএমও সূত্রে আরও জানা গিয়েছে, যাদুঘরটির নির্মাণ উদীয়মান ভারতের গল্প এবং এর নেতাদের দেওয়া আকার থেকে অনুপ্রাণিত। এর নকশায় টেকসই এবং শক্তি সংরক্ষণ অনুশীলনগুলি মাথায় রাখা হয়েছে।