বৈশাখী উদযাপনের কারণ ও গুরুত্ব জানুন

Learn-the-reasons-and-importance-of-Baishakhi-celebration


ওয়েব ডেস্ক : বৈশাখীর উৎসব আনন্দ নিয়ে আসে। এই দিনে ফসলের আগমনের আনন্দ উদযাপন করা হয়। শস্যের পূজা করা হয়। ঈশ্বর এবং প্রকৃতিকে ধন্যবাদ দেওয়া হয়। বৈশাখী উৎসব দেশের বিভিন্ন রাজ্যে পালিত হয়। যদিও প্রত্যেক রাজ্যে এই উৎসবের নাম আলাদা। উদাহরণস্বরূপ, বাংলায় নববর্ষ, আসামে বিহু, কেরালায় পুরম বিষু পালিত হয়।

বৈশাখী উৎসব সূর্যের গতিবিধির সাথে সম্পর্কিত। সূর্য যেদিন মেষ রাশিতে প্রবেশ করে সেদিন এই উৎসব পালিত হয়। সাধারণত প্রতি বছর ১৩ বা ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে গমন করে। এই বছর মেষ সংক্রান্তি আজ অর্থাৎ ১৪ এপ্রিল হচ্ছে। এছাড়াও এই উত্সবটি শিখ ধর্মের সাথে সম্পর্কিত। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিখ সম্প্রদায়ের ১০ তম গুরু, শ্রী গুরু গোবিন্দ সিং জি খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে পালিত হচ্ছে বৈশাখী উৎসব। এ ছাড়া রবিশস্যও এ মাসে পাকে ও প্রস্তুত হয় এবং ফলন শুরু হয়।

বৈশাখীর সময় আকাশে বিশাখা নক্ষত্র থাকে। বিশাখা নক্ষত্র যখন পূর্ণিমায় পড়ে তখন সেই মাসকে বলা হয় বৈশাখ। এই মাস শুরু হয় বৈশাখী দিয়ে। এছাড়া এই দিন থেকে সূর্যও প্রচণ্ড প্রবল হতে শুরু করে।

Post a Comment

Previous Post Next Post