ঈশিতা সাহা : আজ মতুয়া মহাসঙ্ঘের তরফে ধর্ম মেলায় যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকরকে।
কিন্তু ঠাকুরনগরে এসে বারবার রাজ্যপালের সাথে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বৈঠকের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।
আই.সি' কে উদ্দেশ্য করে কুটুক্তি! গ্রেফতার বিজেপি নেতা
সাংবাদিক সম্মেলন করে এদিন গোপাল শেঠ বলেন, দাঙ্গাবাজদের নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল জগদীপ ধনকর ইতিমধ্যেই বাংলায় দাঙ্গাবাজদের প্রতিনিধি হিসেবে পরিচিত হয়েছে। সম্মেলন করে এই ভাষায় আক্রমণ উত্তর ২৪ পরগনার বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের।
গোপাল শেঠের কথায়, প্রশাসনের তরফে কোনও আইন বিধি না মেনেই রাজ্যপাল বারবার বৈঠকের আসর বসিয়েছেন। বনগাঁ সাব ডিভিশনের মানুষ খুব ভালোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে রয়েছে। ঠাকুরনগরে এসে রাজ্যপালের বারংবার বৈঠকে আমাদের ভয় হচ্ছে।
মতুয়াদের ধর্মমেলায় যোগ দিতে আজ ঠাকুরনগর আসছেন রাজ্যপাল
গতকাল কাজীপাড়ায় মাতুয়া সম্প্রদায়ের ওপর হামলায় শান্তনু ঠাকুরের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, 'দত্তপুকুর এলাকায় কাল যে ঘটনাটি ঘটেছে সেখানে সবসময় বিজেপিদের তান্ডব চলে। প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেক্ষেত্রে ঠাকুর পরিবারের লোক যা বলেছে, ঠিকই বলেছে।'
প্রেস মিট ডাকার উদ্দেশ্য এটাই, আমরা চেয়েছিলাম আজকের উৎসবে প্রধানমন্ত্রী মতুয়া সম্প্রদায়দের সুরক্ষার কথা বলবেন। শিক্ষার বিস্তারের কথা বলবেন। কিন্তু এমন কিছু বলেননি।
মতুয়াদের গাড়ি আটকে মারধরের অভিযোগ; ব্যবস্থা না নিলে মতুয়ারা বুঝে নেবে হুমকি শান্তনু ঠাকুরের
এদিন রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে গোপাল শেঠের বক্তব্য, মতুয়া সম্প্রদায়ের মধ্যে হিংসার আগুনকে ত্বরানিত করছেন রাজ্যপাল।