সায়ন ঘোষ, বনগাঁ : কথায় আছে মাছে ভাতে বাঙালী। আবার সেই মাছের জায়গায় যদি ইলিশ থাকে তাহলে তো কোনো কথায় হবেনা। বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যানের উদ্যোগে অভিনব ইলিশ উৎসবের মধ্যে দিয়ে বাংলা বর্ষবরন বনগাঁতে।
আরও পড়ুন-- বৈশাখী উদযাপনের কারণ ও গুরুত্ব জানুন
শুক্রবার দুপুরে বনগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান জোৎস্না আঢ্যর উদ্যোগে বিএস ক্লাব প্রাঙ্গণে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে বাংলা নববর্ষ উৎযাপন করতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। নাচ, গান, কবিতা সাথেই পাতে পান্তাভাত সহ কচুশাক, ইলিশমাছ ভাজা ও বিউলির ডাল। আর নববর্ষের মিষ্টি করার জন্য শেষ পাতে জিলাপি। সব মিলিয়ে বাঙালিয়ানার সঙ্গে বাংলা নববর্ষ উৎযাপন করা হয় এদিন।
আরও পড়ুন-- ‘প্রধানমন্ত্রীর জাদুঘর’ প্রথম টিকিট কিনলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি
অনুষ্ঠান প্রসঙ্গে বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশ থেকে দুই কুইন্টাল ইলিশ আনা হয়েছে এবং ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে ১৪২৯ এর বাংলা নববর্ষ উৎযাপনের আয়োজন করেছি আমরা। তিনি দাবি করেন এর আগে বনগাঁতে এমন ধরনের অনুষ্ঠান আগে কখনো হয়নি। পুরনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই তাদের এই উদ্যোগ।নববর্ষের দিন ইলিশ উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি এলাকার বাসিন্দারা।