FIR Against BJP MLA : বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠের

FIR-Against-BJP-MLA-FIR-against-BJP-MLA-Trinamool-district-president-Gopal-Seth


প্রতিনিধি : এবার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা বনগাঁ পুরসভার চেয়ারম্যান  গোপাল শেঠ।

প্রসঙ্গত, রবিবার উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটার চাঁদপাড়ায় একটি পথ অবরোধে শামিল হয়েছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। 

আরও পড়ুন-- বকটুই ঘটনা নিয়ে অনুব্রত'র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বনগাঁ দক্ষিণের বিধায়কের

উপস্থিত সেই মিছিলে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে নিয়ে বকটুই ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক বক্তব্য করেন তিনি।

রবিবার রাতেই বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের ঐ বক্তব্যের প্রেক্ষিতে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

তিনি বলেন, "বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বক্তব্যে আমাদের দলের সন্দেহ বিজেপি এমন কাজ করতে পারে। তাই আমি বনগাঁ থানার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।"

অন্যদিকে বনগাঁ পর গাইঘাটা থানাতেও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নামে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। জানা গিয়েছে, রবিবার গাইঘাটার চাঁদপাড়াতে অবরোধে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিস্ফোরক বক্তব্য নিয়ে সোমবার দুপুরে গাইঘাটা থানায় স্বপনের নামে লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ বিশ্বাস।

দেখুন বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের  সেই বক্তব্য ঃ

Post a Comment

Previous Post Next Post