রাজতনয়া বিশ্বাস : ইদানি গোটা বাংলা জুড়ে বেড়ে উঠেছে নারী নির্যাতন এবং শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা। নদীয়ার গণধর্ষণ হত্যাকাণ্ড থেকে শুরু করে কমেছে বাংলার বিভিন্ন জায়গায় নারীদের সুরক্ষার হার। এই সম্পূর্ণ বিষয়টা মাথায় রেখে ধর্ষণ রুখতে নতুন পদক্ষেপ ব্যারাকপুর পুলিশ কমিশনের এক নতুন মহিলা পুলিশ বাহিনী গঠন হয়েছে, নাম রাখা হয়েছে উইনার্স।
নতুন বছরের শুরুতে অর্থাৎ পহেলা বৈশাখের দিন উইনার্স নিজেদের যাত্রা শুরু করেছেন দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে। ২১ জন মহিলাকে নিয়ে শুরু হয়েছে এই উইনার্স বাহিনী। গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে এরা মটরবাইকে করে ঘুরে বেড়াবেন এবং মহিলাদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ডাইরেক্ট অ্যাকশন নেবে আর স্থানীয় থানায় সঙ্গে সঙ্গে খবর দেবে।
ব্যারাকপুরের
পুলিশ কমিশনার জানিয়েছেন, উইনার্স আমাদের রেডি আছে
আমরা শুধু মোটরসাইকেলের জন্য
অপেক্ষা করছি। আমাদের ২১
জনের টিমকে মোটরসাইকেল ট্রেনিং
দেওয়া হয়েছে সবকিছু
রেডি আছে শুধু মোটরসাইকেল
পেলে আমরা আমাদের কাজ
শুরু করে দেবো। এবার হয়তো আর
রাতের বেলা পথে বের
হতে ভয় পাবেন না
মহিলারা । নারী
সুরক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছেন
উইনার্সরা । উইনার্স
বাহিনী হয়তো এবার রুখে
দেবে ধর্ষণ এবং নির্যাতনের
মতো ঘটনা।