ঈশিতা সাহা : আই.সি'কে কটুক্তি ভাষায় হুমকি দেওয়ার পরে গ্রেফতার হতে হল বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপির সম্পাদক জীবন চক্রবর্তীকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়।
সূত্রে খবর, গত বৃহস্পতিবার ছাতনার জীবনপুর মোড়ে স্থানীয় একটি পুকর খনন কেন্দ্র করে 'দূর্ণীতি'র অভিযোগে রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়। আর এই কর্মসূচির একেবারে সামনে ছিলেন বিজেপি নেতা জীবন চক্রবর্ত্তী। তাঁর নেতৃত্বে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে চলে ওই অবরোধ। অবশেষে পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়।
মতুয়াদের ধর্মমেলায় যোগ দিতে আজ ঠাকুরনগর আসছেন রাজ্যপাল
ওই সময়ে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করেন জীবন চক্রবর্তী। প্রকাশ্যে মাইকে ছাতনা থানার আই.সি আশীষ জৈনকে পোষাক খুলে 'ন্যাংটো' করার হুমকি দেন বলে অভিযোগ। এমনকি জেলের ভাত খাওয়ানোরও হুমকি দেন ওই বিজেপি নেতা বলে অভিযোগ।
পরিস্থিতি হাতের নাগালে বেরিয়ে যেতে দেখে, তৎখনাৎ প্রাক্তন বিজেপি নেতা জীবন চক্রবর্তী সহ আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে।
এদিকে ঘটনায় অভিযুক্ত নেতা জীবন চক্রবর্ত্তীর পাশে দাঁড়াতে রাজি নয় বিজেপি। দলের জেলা কমিটির সদস্য অশোক বিদের দাবি 'উনি দলের কেউ নন। এমনকি বিজেপির কোন কর্মসূচী ছিল না বলে তিনি দাবি করেছেন।