ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতল বনগাঁর রুপসা

Bangaon-Rupsa-wins-gold-at-West-Bengal-State-Karate-Championship


প্রতিনিধি ঃ ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতল উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর চাঁপাবেড়িয়ার মেয়ে রুপসা ধর। গত ১৬ ও ১৭এপ্রিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৯ বছর বয়সের অনূর্ধ্ব ২৩ কেজি বিভাগে অংশগ্রহণ করে সে।

জানা গিয়েছে, প্রতিযোগিতায় সবকটি ধাপ পেরিয়ে এই গোল্ড মেডেল জিতে নিয়েছে রুপসা। প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে খুশি রুপসা। ভবিষ্যতে সে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেতে চায় বলে জানায়।

এই বিষয়ে রুপসা বলে‌, "আমি ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে খুব খুশি।ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই।" 

আরও পড়ুন-- বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠের

মেয়ের সাফল্যে খুশি তার পরিবার। তার সাফল্যকে কুর্ণিশ জানাতে তাকে মিষ্টিমুখ করায় তার পরিবার। ভবিষ্যতে মেয়েকে আরও বড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং সাফল্য অর্জন করতে দেখতে চান তার বাবা মা।

এই বিষয়ে রূপসার মা বলেন, "ছেলে মেয়ের সাফল্য সব বাবা-মাকেই আনন্দ দেয়। আমি মেয়ের সাফল্যে গর্বিত। ভবিষ্যতে মেয়েকে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক ছিনিয়ে আনতে দেখতে চাই।"

সাত বছর বয়স থেকে রুপসা সুমন বিশ্বাসের কাছে ক্যারাটের প্রশিক্ষণ নিতে শুরু করে। দিনে প্রায় আট ঘন্টা প্রশিক্ষণ নিত। সে প্রথমবারের জন্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নেয় এবং সবকটি ধাপ পেরিয়ে স্বর্ণপদক লাভ করে। রূপসার সাফল্যে খুশি তার প্রশিক্ষক সুমন বিশ্বাস।

আরও পড়ুন-- বকটুই ঘটনা নিয়ে অনুব্রত'র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বনগাঁ দক্ষিণের বিধায়কের

বনগাঁতে বেশ কয়েকটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সুমনের। সেখানে গিয়ে প্রশিক্ষণ নিত রুপসা। সুমনের প্রশিক্ষণ কেন্দ্র থেকে এবছরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মোট ১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে রুপসা স্বর্ণ পদক পায় এবং অন্য আরেকজন প্রতিযোগী ব্রোঞ্জ পদক লাভ করে।

এই বিষয়ে প্রশিক্ষক সুমন বিশ্বাস বলেন, "রুপসা খুব ভালো করে প্রশিক্ষণ নিত। রুপসা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বর্ণপদক ছিনিয়ে এনেছে ওর সাফল্যে আমি গর্বিত।"

Post a Comment

Previous Post Next Post