দীর্ঘ টালমাটালের পর দপ্তর বন্টন হল বনগাঁ পৌরসভার; বিল্ডিং প্ল্যান দপ্তর প্রত্যাখ্যান করলেন কৃষ্ণা রায়

After-a-long-turmoil-the-distribution-of-offices-is-in-Bangaon-Municipality-Krishna-Roy-rejected-the-building-plan-department


সায়ন ঘোষ, বনগাঁ : দীর্ঘ টালমাটালের পর অবশেষে দলের নির্দেশে বনগাঁ পৌরসভায় বন্টন হল দপ্তর। বুধবার বনগাঁ পৌরসভায় কাউন্সিলররা তাদের দপ্তরের দায়িত্ব বুঝে নিলেন।

এদিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে দিলীপ মজুমদার, মৌসুমী চক্রবর্তী ও শম্পা মোহান্ত চেয়ারম্যান ইন কাউন্সিল পদে নির্বাচিত হন। পাশাপাশি এদিন আরো ১৩ জন কাউন্সিলরকে দপ্তর বন্টন করা হয়।

After-a-long-turmoil-the-distribution-of-offices-is-in-Bangaon-Municipality-Krishna-Roy-rejected-the-building-plan-department


অন্যদিকে, প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়কে বিল্ডিং প্ল্যান দপ্তর দেওয়া হলেও তিনি দপ্তর নিতে অস্বীকার করেন সাথেই তাঁর বৌমা তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা রায়কে এন ইউ এম এল দপ্তর দেওয়া হলে তিনি দপ্তর নিতে অস্বীকার করেন।

বৈঠক শেষে প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায় বলেন, দল যেটা ভালো মনে করেছে সেটা করেছে। আমার কোনো দাবি ছিলনা। আমার বলার কিছু নেই। 

আরও পড়ুন-- Chrome Browser Security Update : ক্রোম ব্রাউজার আপডেট না হলে সাবধান! জেনে নিন আপডেট করবার সঠিক উপায়

এদিন দপ্তর বন্টনের পর বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আজ সর্বসম্মতিক্রমে দপ্তর বন্টন হয়েছে। কৃষ্ণা রায় ও টুম্পা রায় প্রসঙ্গে তিনি বলেন তারা দপ্তর নিতে চাইনি, সেটা পরে দেখবো। 

তিনি আরো বলেন, কৃষ্ণা রায়  আমাদের মাথার উপরে  থাকবে। তাকে মাথায় রেখেই আমরা কাজ করব । আশা অনেকেরই থাকে।

Post a Comment

Previous Post Next Post