বিশেষ নিবন্ধ : গতি হীন ছন্দ--- অশোক কুমার হালদার

 বিশেষ নিবন্ধ 

গতি হীন ছন্দ

                                                      অশোক কুমার হালদার

    মানুষের ব্যস্ত এবং চলমান সংসারে সর্বদা একটা নির্দিষ্ট গতি নিয়ে এবং যত্নবান্ হয়ে মানুষজন নিজ, নিজ কাজ সম্পন্ন করেন। আর সেই গতি সম্বন্ধীয় পথে যদি ক্লান্তিজনক অবস্থার সৃষ্টি হয়, আর সেটা ইচ্ছায় বা অনিচ্ছায় বা ঈর্ষা বা হিংসা দ্বারায় হোক, সেএেক্ষে কর্মের গতিহীনতা বা ছন্দহীনতা ঘটে। পাহাড়ের হিমবাহ থেকে যে সকল ঝরনা প্রবাহ একটি নির্দিষ্ট গতিময় ছন্দ নিয়ে নিন্মভূমির দিকে নেমে আসার গতি পথে যদি কোন বাধার সৃষ্টি হয়। তাহলে সেক্ষেএেও দেখা যায় গতির ছন্দহীনতা। মানুষের সংসার জীবনে ছন্দহীনতা বা গতি হীনতার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি প্রধান কারন, সেটা হচ্ছে দারিদ্রতা। মানুষের জীবনের চলার পথের গতি হননকারী প্রতিরোধের জন্য দারিদ্রতা একটি যন্ত্র বিশেষ। সূর্যের আলো গাছের উপর না পড়ে যদি ছায়া পড়ে, তাহলে গাছের সবুজ পাতা ফ্যাকাসে বা হলুদ হয়ে যায়। তেমনি দারিদ্রতার ছায়া পড়ে মানুষের জীবনধারনের গতিকে থামিয়ে দিতে পারে। মানব জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা মানুষ এবং মানুষের সংসারকে প্রগতিশীল এবং সমৃদ্ধ করে তুলে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকের ইচ্ছা থাকে। কিন্তু সেই ক্ষেএে অর্থের জোগান চাই। আর অর্থ ছাড়া শিক্ষা নেওয়া সম্ভবপর নই। ইচ্ছা থাকলেও দারিদ্রতা সব থেকে বড় বাধা বা গতিহীনতার কারণ হয় একজন ছাত্রের জীবনে। কোন ছাত্রের ডাক্তার হওয়া যোগ্যতা আছে এবং পড়াশোনায় গতি এবং ছন্দ আছে। তবু সেই ক্ষেত্রেও ঐ দারিদ্রতা গতিহীনতার কারণ হয়।

Post a Comment

Previous Post Next Post