স্কুল পড়ুয়াদের নীল সাদা পোশাকে থাকবে বিশ্ব বাংলা লোগো? রাজ্যের বিজ্ঞপ্তিতে শোরগোল রাজনৈতিকমহল

World-Bangla-logo-will-be-in-blue-and-white-clothes-of-school-children-The-noise-in-the-state-notification-is-political


প্রতিনিধি : স্কুলের পড়ুয়াদের নীল সাদা পোশাক ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক। জানা গিয়েছে স্কুলের পোশাকে থাকবে বিশ্ব বাংলার লোগো। প্রি- প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নীল সাদা পোশাকের নির্দেশ রাজ্যের।

সূত্রে জানা গেছে, জামা হবে সাদা রং, প্যান্ট হবে নীল রঙের। মেয়েদের ক্ষেত্রে শার্ট হবে সাদা রঙের, স্কার্ট বা প্যান্ট হবে নীল রঙের। এই মর্মে নির্দেশিকা জারি করেছে সর্বশিক্ষা মিশন।

ফের বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া

শর্ট বা স্কার্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে বিশ্ব বাংলা লোগো। এছাড়া ছাত্রীদের জন্য নির্দেশিকায় বলা হয়েছে যে সালোয়ার দেওয়া হবে তার রং হবে নেভি ব্লু বা সাদা। 

প্রি- প্রাইমারি থেকে ক্লাস টু পর্যন্ত ছাত্রীদের ক্ষেত্রে দুটি করে সেট থাকবে শার্ট ও টিউনিক ফ্রক এর। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুটি সেট থাকবে।

ইতিমধ্যে রাজ্য সরকার একটি পোর্টাল তৈরি করেছে। যেই পোর্টালের মাধ্যমে কত সংখ্যক স্কুলড্রেস তৈরি হল, কত সংখ্যক স্কুলড্রেস কোন স্কুলে পৌঁছালো আপডেটগুলি আসবে স্কুল শিক্ষা দপ্তরের কাছে পৌঁছে দেওয়া হবে পোর্টালের মাধ্যমে। 

টাকি রোড সংস্কারের দাবিতে সড়ক পথ জুড়ে চলল অবরোধ

এদিকে রাজ্যের এই সিদ্ধান্তে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের স্কুল পড়ুয়াদের ইউনিফর্মের রঙ বদলের সিদ্ধান্তকে তীব্র ভৎসনা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সর্ব শিক্ষা মিশন কেন্দ্রীয় সরকারের প্রদত্ত।

তাই রাজ্যের এমন নির্দেশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে লিখিত অভিযোগ জানাব। স্কুলগুলির অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে রাজ্য। প্রত্যেক স্কুলের ড্রেসের সঙ্গে তাদের ঐতিহ্য রয়েছে।”

Post a Comment

Previous Post Next Post