ঈশিতা সাহা : বৃহস্পতিবার টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের সামনে ২৬১ রানের টার্গেট রাখল নিউজিল্যান্ডের মহিলা দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে নিউজিল্যান্ড। কিউয়ি মহিলা দলের হয়ে সর্বাধিক ৭৫ রান করেন সাটারওয়েট।
উত্তর প্রদেশে বড় পরিবর্তন, বিপুল ভোটে ফিরছে বিজেপি; গোয়ায় পাঁচটি আসনে এগিয়ে তৃণমূল
যদিও অল্পরানের মধ্যে প্রথম উইকেটের পতন হয় নিউজিল্যান্ড মহিলা দলের। ওপেন করতে নেমে সুজি বেটস (৫) রানে প্যাভিলিয়নে ফেরেন। নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন করেন ৩৫ রান। ওপেনিং জুটির দ্রুত পতনের পর মিডল অর্ডারে আমিলিয়া কির এবং অ্যামি সেটারওয়েট নিউজিল্যান্ডের ইনিংসকে গড়ার দায়িত্ব নেন।
কে হবেন বনগাঁর পৌরপ্রধান ? বোর্ড গঠনে কী নতুন নীতি চলেছেন তৃণমূল সুপ্রিমো?
কিউয়ি মহিলা দলের হয়ে সর্বাধিক ৭৫ রান করেন সাটারওয়েট। তাঁর ইনিংস সাজান ছিল ৯টি চার-এর সৌজন্যে। অপর দিকে, আমেলিয়া কির প্যাভিলিয়নে ফেরেন ৫০ রানে। ম্যাডি গ্রিন করেন ২৭ রান। অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করলেও কার্যকারী ৪১ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক কেটি মার্টিন।
জেলা স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, ইন্টারভিউ ভিত্তিতে ভর্তি
এদিকে ভারতের হয়ে এই ম্যাচে সর্বাধিক চার উইকেট নেন পূজা ভাস্ত্রকর। দশ ওভারে মাত্র ৩৪ রান খরচ করে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন পূজা। প্রাক্তন ভারত অধিনায়ক তথা ভারতীয় দলের অন্যতম স্তম্ভ ঝুলন গোস্বামী এই ম্যাচে পেয়েছেন একটি উইকেট। একটি উইকেট পেয়েছে দীপ্তি শর্মাও। দুইটি উইকেট সংগ্রহ রাজেশ্বরী গায়েকোয়াড়।