কে হবেন বনগাঁর পৌরপ্রধান ? বোর্ড গঠনে কী নতুন নীতি চলেছেন তৃণমূল সুপ্রিমো?

Who-will-be-the-municipal-administrator-of-Bangaon-What-is-the-new-policy-of-the-Trinamool-Supremo-to-form-the-board


সার্বভৌম সমাচার প্রতিবেদন : সম্প্রতি শেষ হল পৌর নির্বাচন। ইতিমধ্যেই অলিগলিতে আলোচনার শীর্ষে আছে; কে হবেন বনগাঁর পৌরপ্রধান? কিন্তু হটাৎই সামনে এল নতুন টুইস্ট! সরানো হল তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকারকে এবং তাঁর জায়গায় নতুন সভাপতি হলেন বনগাঁ পৌরসভা ভোটে নব নির্বাচিত তথা বনগাঁ পৌরসভার প্রাক্তণ পৌর প্রশাসক গোপাল শেঠ। যা নিয়ে হাজারও প্রশ্ন দেখা দিয়েছে সাধারণের মধ্যে।

বনগাঁ সাংগঠনিক জেলার নতুন সভাপতি গোপাল শেঠ, কে হচ্ছেন চেয়ারম্যান ?

চলতি পৌরভোট নিয়ে অনেক সমীকরণ হয়েছে বনগাঁয়। যেমন, গোষ্ঠীদ্বন্দ্ব, না পাওয়ার যন্ত্রণায় বিদ্রোহ, ক্ষমতা ধরে রাখার বৃথা প্রচেষ্টা, ইত্যাদি...! যা নিয়ে একপ্রকার তিথি বিরক্ত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যদিও, অবশেষে সামনে এসেছে ফলাফল। কিন্তু তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক!

পৌরসভার চেয়ারম্যানদের নাম ঘোষণা হতে পারে আজ

সাধারণের মতে, ‘এক কথায় বনগাঁর রাজনৈতিক মহল ধরেই নিয়েছিল, এবারে বনগাঁর পৌর প্রধানের দ্বায়িত্বে আসবেন বনগাঁয় নিজের মাহাত্ম্য বজিয়ে রাখতে সমর্থ তথা তৃণমূল সুপ্রিমোর স্বনামধন্য ভুপেন্দ্রনাথ শেঠের পুত্র গোপাল শেঠ।’ কিন্তু সমস্ত আশায় জল ঢেলে তৃণমূল সুপ্রিমো’র ঘোষণা অনুযায়ী বনগাঁ সাংগঠনিক জেলার নতুন সভাপতি হলেন গোপাল শেঠ!

জেলা স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, ইন্টারভিউ ভিত্তিতে ভর্তি

অথএব, এবারে কে হবেন ২০২২এর পৌর নির্বাচনে বনগাঁর পৌরপ্রধান? যদিও সূত্রের খবর, গোপাল শেঠই বনগাঁর পরবর্তী পৌরপ্রধান হতে চলেছেন! অথএব সূত্রানুযায়ী তিনিই কী 'বনগাঁর জেলা সভাপতি' ও 'পৌরপ্রধান' দুটো দায়িত্বই সামলাবেন?

আজ এই পর্যন্তই... আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন...

https://www.sarbabhaumasamachar.in/

Post a Comment

Previous Post Next Post