প্রতিনিধি : রুশ- ইউক্রেন যুদ্ধের আজ বারো দিন। ইতিমধ্যে ফের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়ান সামরিক বাহিনী। রাশিয়ান সামরিক বাহিনী ০৭০০ GMT থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের জন্য মানবিক করিডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, আত্মঘাতী প্রেমিকা
স্পুটনিকের এক প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে কথা বলার পর এই সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার ফোনালাপে এই কথা হয়। IST অনুসারে, মানবিক করিডোরগুলি দুপুর ১২.৩০ মিনিটে খোলা হবে। পুতিন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রবিবার ইউক্রেনের পারমাণবিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন, যেখানে চারটি বিদ্যুত্ কেন্দ্রে ১৫টি পারমাণবিক চুল্লি রয়েছে।
চলতি সিরিজের পরই অবসর নিতে পারেন এই ক্রিকেটার
পাশাপাশি জড়িয়ে রয়েছে শতাধিক নাগরিকদের নিরাপত্তা। ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি ভবন এলিসি দ্বারা জারি করা একটি বিবৃতি অনুসারে, ম্যাক্রোঁ ইউক্রেনে রাশিয়ান সামরিক আগ্রাসনের ফলে পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা এবং সুরক্ষার ঝুঁকি সম্পর্কে তার গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।
সুত্রে খবর, ইউক্রেনের চারটি বড় শহর - কিয়েভ, খারকভ, সুমি এবং মারিউপোল ইতিমধ্যেই রুশ হানায় বিপর্যস্ত। সেখানে আটকে পড়েছেন বহু মানুষ। তাঁদের উদ্ধার করার জন্য 'হিউম্যানিটেরিয়ান করিডর' তৈরি করার কথা জানানো হয়েছে রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে। ভারতীয় সময় দুপুর সাড়ে ১২ টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত যুদ্ধবিরতি থাকবে ইউক্রেনে।Russian military declares ceasefire in Ukraine from 0700 GMT to open humanitarian corridors at French President Emmanuel Macron's request: Sputnik
— ANI (@ANI) March 7, 2022
নজরুল মঞ্চ থেকে পৌরসভার চেয়ারম্যান ঘোষণা মুখ্যমন্ত্রীর, কে হবে বনগাঁর পৌরপ্রধান?
আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে নাগরিকদের নিরাপত্তার খাতিরে বিপদে না ফেলার জন্য ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্টকে আহ্বান জানান। প্রতিবেদনে জানানো হয়েছে, পুতিন অস্বীকার করেছেন যে রাশিয়ান সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে । ভ্লাদিমির পুতিন ফ্রান্সের রাষ্ট্রপতিকে জানিয়েছেন, মস্কো কূটনীতি বা সামরিক উপায়ে ইউক্রেনে তার উদ্দেশ্যগুলি অর্জনের পরিকল্পনা করেছেন।