সবুজ আবীর মেখে উচ্ছ্বাস বনগাঁয়, বিস্তারিত ভোটের ফলাফল

The-wave-of-green-Abir-is-in-Bangaon

সায়ন ঘোষ, বনগাঁ : বনগাঁ পৌরসভার বোর্ড গঠন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বনগাঁর ২২টি ওয়ার্ডের ফাইনাল রাউন্ডের কাউনডাউন্ট এর আগেই সবুজ আবীর মেখে উচ্ছাস তৃণমূল কর্মীদের। বনগাঁর ২২ টি ওয়ার্ডের মধ্যে ১৯ টি তে জয় লাভ তৃণমূলের। অন্যদিকে, ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল, ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য এবং ১৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস জয়ী হয়েছেন। দেখা নিন, কে কত ভোটে জয়লাভ করল।



১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দীপালী বিশ্বাস, প্রাপ্ত ভোট ১৮৩৮, জয়ী ৬২০ ভোটে

২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শিখা ঘোষ, প্রাপ্ত ভোট ২২০৮, জয়ী ১০৪৪ ভোটে

৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী গোপাল শেঠ, প্রাপ্ত ভোট ২১৬৭, জয়ী ৮৪৯ ভোটে

৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জ্যোস্না আঢ্য, প্রাপ্ত ভোট ১৯৯১, জয়ী ১৩৭০ ভোটে

৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দীলিপ কুমার মজুমদার, প্রাপ্ত ভোট ১৭৮৬, জয়ী ২৬১ ভোটে

৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ বিশ্বাস, প্রাপ্ত ভোট ১৯৬৮, জয়ী ১২৪০ ভোটে

৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল, প্রাপ্ত ভোট ২৪৫৩, জয়ী ১০৩১ ভোটে

৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বন্দনা মুনশী, প্রাপ্ত ভোট ১৯১৮, জয়ী ৩১৮ ভোটে

৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বন্দনা দাস কীর্তনীয়া, প্রাপ্ত ভোট ৩৪৯৪, জয়ী ২৯৯২ ভোটে 

১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়, প্রাপ্ত ভোট ২৪৫৩, জয়ী ১৫৮২ ভোটে



১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শম্পা মোহন্ত, প্রাপ্ত ভোট ২৪১৪, জয়ী ১৯১২ ভোটে

১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী টুম্পা রায়, প্রাপ্ত ভোট ৩১৮৭, জয়ী ২৫৮৮ ভোটে

১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মৌসুমি চক্রবর্তী, প্রাপ্ত ভোট ২১৮৩, জয়ী ১৬২৫ ভোটে

১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দিলীপ কুমার দাস, প্রাপ্ত ভোট ১৩৬১, জয়ী ৩৮৬ ভোটে

১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমিতাভ দাস, প্রাপ্ত ভোট ২০৬৩, জয়ী ১৭২৮ ভোটে

১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিজিৎ কাপুরিয়া, প্রাপ্ত ভোট ১৯০২, জয়ী ৯৬৫ ভোটে

১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য, প্রাপ্ত ভোট ২০৪৪, জয়ী ৬৯৮ ভোটে

১৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস, প্রাপ্ত ভোট ১১২৯ ভোটে, জয়ী ৩৪৫ ভোটে

১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শর্মীলা দাস বৈরাগী, প্রাপ্ত ভোট ২০৮৩, জয়ী ৬৫৪ ভোটে

২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নারায়ণ ঘোষ (নান্তু), প্রাপ্ত ভোট ২৬২৮, জয়ী ২৩৮৮ ভোটে

২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুরজিত দাস, প্রাপ্ত ভোট ২৩২১, জয়ী ১৬২৯ ভোটে

২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুকুমার রায়, প্রাপ্ত ভোট ২৫০৮, জয়ী ১০১৬ ভোটে

আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন...

Post a Comment

Previous Post Next Post