প্রতিনিধি : চলতি মাসে ৭ তারিখ থেকে শুরু হয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। অবশেষে এবছর অফলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। উত্তেজনার এই আবহে আজ পথেই মোটর বাইকের সাথে সংঘর্ষে আহত হন বাগদার এক মাধ্যমিক পরীক্ষার্থী। আহত ছাত্রীর নাম রহিমা মন্ডল।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কাপাসাটি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী রহিমা মন্ডল শুক্রবার মোটরবাইক করে থোয়ারা হাই স্কুলে পরীক্ষা দিতে যাবার সময় মাকরা এলাকায় পথ দুর্ঘটনায় আহত হন।
কে হবেন বনগাঁর পৌরপ্রধান ? বোর্ড গঠনে কী নতুন নীতি চলেছেন তৃণমূল সুপ্রিমো?
তৎক্ষণাৎ স্থানীয় মানুষের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহিমা মন্ডলকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালে। প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি রহিমার বাবা।
মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশাসনের তরফে এই সাহায্যে খুশি হয়ে সাইফুল মন্ডল (পিতা) বলেন, "পথ দুর্ঘটনার পর পুলিশ আমার মেয়েকে ( রহিমা মন্ডল) হাসপাতালে নিয়ে আসে। এবং পরীক্ষার কেন্দ্রে মাস্টারমশাইরা ও হাসপাতালে আসেন। তারাই আমার মেয়েকে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করে দেন। এই সিদ্ধান্তে আমি পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই।"
জেলা স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, ইন্টারভিউ ভিত্তিতে ভর্তি
এই বিষয়ে বনগাঁ মহাকুমা হাসপাতালে সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন , পথ দুর্ঘটনায় আহত ছাত্রী রহিমা মন্ডলকে আমরা হাসপাতালে ভর্তি করে দিয়েছি। তবে চোট গুরুতর নয়, প্রাথমিক চিকিৎসার পরই তার পরীক্ষার ব্যবস্থা করেছি হাসপাতালে।