প্রয়াত বনগাঁ শহর তৃণমূল সভাপতি দীলিপ কুমার দাস

 The-late-Bangaon-city-Trinamool-president-Dilip-Kumar-Das

সায়ন ঘোষ, বনগাঁ : দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার ভোর ৫ টা নাগাত প্রয়াত হন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের বনগাঁ শহর সভাপতি এবং বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীলিপ কুমার দাস। বয়স হয়েছিল ৭৯ বছর। 

আরও পড়ুন- এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন...

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দীলিপ বাবু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি গত পৌরভোটের আগে থেকেই কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে তাকে বাড়িতে নিয়ে আসলেও শারীরিক অসুস্থতা বাড়ায় ফের বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দীর্ঘ লড়াই এর পর বুধবার সকালে বনগাঁ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন- গোপালনগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু ছাত্রের

প্রসঙ্গত, গত পৌরভোটে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন তিনি। ভোটের ফলাফলে তাঁর প্রাপ্ত ভোট ছিল ১৩৬১ এবং জয়ী হয়েছিলেন ৩৮৬ ভোটে। বর্ষীয়ান নেতা দিলীপ দাসের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বনগাঁর রাজনীতি মহলে। 

Post a Comment

Previous Post Next Post