টাকি রোড সংস্কারের দাবিতে সড়ক পথ জুড়ে চলল অবরোধ

The-blockade-continued-across-the-road-demanding-Taki-Road-reform


প্রতিনিধি : বসিরহাট মহকুমার অন্তর্গত বসিরহাট ত্রিমোহনী থেকে হাসনাবাদ পর্যন্ত বেহাল ভগ্ন রাস্তার পূর্ণ মেরামতের জন্য দফায় দফায় চলল বিক্ষোভ। ঘটনাস্থল নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হলো পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, বসিরহাট  ত্রিমোহনী থেকে হাসনাবাদ পর্যন্ত যাওয়ার ১৬ কিলোমিটার ভগ্ন বেহাল রাস্তা মেরামতির জন্য একাধিকবার সংস্কারের দাবি জানালেও রাস্তা মেরামত না হওয়ায় দফায় দফায় সড়কপথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, রাজ্য সড়ক ২ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যা সুন্দরবন কোলকাতা যোগাযোগের একমাত্র মাধ্যম। আর সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে।

এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন...

একাধিকবার দুর্ঘটনা মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এছাড়াও ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে প্রচুর পণ্যবাহী ট্রাক ওই রাস্তার ওপর আমদানি রপ্তানির ওপর নির্ভরশীল। একদিকে সুন্দরবনের প্রান্তিক মানুষ অন্যদিকে সাধারণ নিত্যযাত্রী ও ছাত্র-ছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে এসে বসিরহাট মূল শহরের প্রাণকেন্দ্রে এসে পৌঁছায়। বসিরহাট হাসপাতাল থেকে শুরু করে পোস্ট অফিস, মহাকুমার দপ্তর পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর গুলির সাথে যোগাযোগের জন্য একমাত্র ভরসা এই রাস্তায়।

উদ্ধার হলো বিভিন্ন প্রজাতির ১১ টি পরিযায়ী পাখি

তাই সেই রাস্তা সংস্কারের দাবীতে বারবার প্রশাসনের দফতরে আর্জি জানালেও কোনো ফল না মেলায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্দ হয়ে টাকি রোডের দন্ডির হাট, আমতলা ও পশ্চিম দন্ডির হাট এই তিনটি জায়গায় আর সকাল থেকে অবরোধ শুরু করেছিলেন।

গত চার দিন আগেও এই অবরোধ করা হয়েছিল; আজকেও করা হয়েছে। প্রশাসনিক দপ্তর থেকে কোন সহায়তা না মিললেও রাস্তা অবরোধের ফলে পরিবহন ব্যবস্থায় যানজটের সৃষ্টি হয়েছে জানিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েছেন নিত্যযাত্রীরা।

Post a Comment

Previous Post Next Post