ঈশিতা সাহা : আগামী ২৬ শে মার্চ চালু হওয়ার কথা ছিল ভারত-বাংলাদেশগামী ট্রেন মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। কিন্তূ রবিবার রাতে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানিয়েছেন, 'যেহেতু এখনও ভারত সরকার বাংলাদেশিদের জন্য সড়ক ও রেলপথে পর্যটক ভিসা চালু করেনি, তাই আগামী ২৬ মার্চ থেকে দু'দেশের মধ্যে রেল পরিষেবা চালুর কোনও সম্ভাবনা নেই।'
আরও পড়ুন-- বেআইনি কয়লা পাচার তদন্তে ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রী
মহামারীর আতঙ্কে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ ছিল দুই দেশের। শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল করছিল। দু দীর্ঘ দু বছর ধরে বন্ধ থাকার পরে সম্প্রতি ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে যাত্রীবাহী রেল পরিষেবা চালু করার জন্য বাংলাদেশ রেল মন্ত্রকের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-- স্কুল পড়ুয়াদের নীল সাদা পোশাকে থাকবে বিশ্ব বাংলা লোগো? রাজ্যের বিজ্ঞপ্তিতে শোরগোল রাজনৈতিকমহল
এদিকে রাজ্য থেকে সরাসরি বাংলাদেশ যেতে একমাত্র ভরসাই আকাশপথ। ব্যয় সাপেক্ষ হওয়ায় অনেক নাগরিককেই পড়তে হতো অস্বস্তিতে। দুই দেশের নাগরিকদের কথা মাথায় রেখেই আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিনেই ওই পরিষেবা শুরু করা হবে জানা গিয়েছিল।
আরও পড়ুন-- ফের বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া
রবিবার ফের দু'দেশের মধ্যে রেল পরিষেবা চালু নিয়ে এদিন আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ছিল। বৈঠকের পরে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন, 'করোনা মহামারীর কারণে বর্তমানে শুধু আকাশপথে পর্যটক ভিসা দিচ্ছে ভারত সরকার। আর মেডিকেল ভিসা নিয়ে সড়কপথে যেতে পারছেন বাংলাদেশি নাগরিকরা।
আরও পড়ুন-- টাকি রোড সংস্কারের দাবিতে সড়ক পথ জুড়ে চলল অবরোধ
বাংলাদেশিদের জন্য এখনও সড়ক ও রেলপথে পর্যটক ভিসা দেওয়া শুরু করেনি ভারতীয় দূতাবাস। তাই এখনই দু'দেশের মধ্যে ট্রেন পরিষেবা ফের শুরু করা হচ্ছে না। কবে নাগাদ ভারত সড়ক ও রেলপথে পর্যটক ভিসা চালু করবে, তা জানতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।'