দাবার রাজধানীতেই হতে চলেছে দাবা অলিম্পিয়াড

The-Chess-Olympiad-is-going-to-be-held-in-the-chess-capital


প্রতিনিধি : রাশিয়ায় নয়, বদলে  ভারতে বসতে চলেছে ২০২২ সালের বিশ্ব দাবা অলিম্পিয়াডের আসর। চলতি বছর ২৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত রাশিয়ায় দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

কিন্তূ বর্তমানে যুদ্ধ পরিস্হিতির কারণে বিশ্ব দাবা সংস্থা দাবা অলিম্পিয়াড-সহ সব দাবা প্রতিযোগিতা রাশিয়া থেকে সরিয়ে নেয়। নির্ধারিত সময়েই ভারতে হবে সেই প্রতিযোগিতা।

শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব বিভূতিভূষণ বি.এড. কলেজ প্রাঙ্গণে

ভারতীয় দাবা সংস্থা জানিয়েছে চেন্নাইয়ে হবে এই প্রতিযোগিতা।ভারতীয় দাবা সংস্থার পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, “ভারতীয় দাবা সংস্থার স্বপ্ন সত্যি হয়েছে। ২০২২ সালে ৪৪তম দাবা অলিম্পিয়াড হতে চলেছে ভারতের চেন্নাই শহরে।”

দাবা অলিম্পিয়াড আয়োজনের দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি জানিয়েছেন, ভারতের দাবার রাজধানীতে দাবা অলিম্পিয়াড হবে।

'দা কাশ্মীর ফাইলস' দেখার জন্য অর্ধ দিনের ছুটি ঘোষণা করল অসম সরকার

প্রসঙ্গত, এখনও রুশ- উইক্রেন যুদ্ধের পরিস্থিতি গরম।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা এখন অধিকতর বাস্তবমুখী হচ্ছে, তবে এতে কোন ফলাফল পেতে আরো সময় লাগবে।

Post a Comment

Previous Post Next Post