প্রতিনিধি : আজ সন্ধ্যে ছটা নাগাদ হালিশহর বাগমোর সংলগ্ন এনবিআর পুলিশ ট্রেনিং কোয়ার্টারের জঙ্গলের ভয়াবহ আগুন লেগে যায়। যা সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় বীজপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।
নজরুল মঞ্চ থেকে পৌরসভার চেয়ারম্যান ঘোষণা মুখ্যমন্ত্রীর, কে হবে বনগাঁর পৌরপ্রধান?
সূত্রের খবর, আজ সন্ধেতে আচমকাই হালিশহর বাগমোর সংলগ্ন পুলিশ ট্রেনিং কোয়ার্টারের জঙ্গলে আগুন দেখতে পান পুলিশকর্মীরা। পুলিশকর্মীরা তৎক্ষণাৎ বীজপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন সহ বীজপুর থানার পুলিশ। পুলিশ কর্মী ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে খবরটি পৌঁছে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস।
রুশ - ইউক্রেন যুদ্ধে আটক এমবিপিএস ছাত্র সুন্দর; আতঙ্কে সোদপুরের পরিবার
পুলিশ ট্রেনিং কোয়ার্টারের জঙ্গলে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। এই আগুন লাগার পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। ঘটনাস্থলে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি তবুও হু ডিসকভার এর মধ্যে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনাতে প্রশ্ন উঠছে অনেক। কিভাবে আগুন লাগালো তাইতো মধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বীজপুর থানার পুলিশ।