প্রতিনিধি : সকাল ৮টায় শুরু হল রাজ্যের ১০৭ পুরসভার ভোট গণনা। বনগাঁ পৌরসভা বোর্ড গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা তৃণমূলের। ফাইনাল রাউন্ডের কাউনডাউন্ট শুরু হয়ে গেছে।
ইতিমধ্যে বনগাঁর ২২টি ওয়ার্ডে ভোট গণনার পর্ব প্রায় শেষের মুখে সবুজ রঙে মেতেছেন তৃণমূল প্রার্থীরা। সকাল থেকে প্রত্যেকটি ওয়ার্ড শুরু হয়েছে উৎসবের আমেজ।
বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী গোপাল শেঠ। ৪ নম্বর ওয়ার্ডে মোট ১৩৭০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জ্যোস্না আঢ্য। ৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ বিশ্বাস - প্রাপ্ত ভোট - ১৯৬৮, জয়ী- ১২৪০। ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় এগিয়ে। ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শম্পা মোহন্ত এগিয়ে। ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মৌসুমি চক্রবর্তী এগিয়ে , প্রাপ্ত-২১৮৩ , জয়ী-১৬২৫। ১৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী অমিতাভ দাস প্রাপ্ত -২০৬৩, জয়ী-১৭২৪। ১৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী শিখা ঘোষ, ভোট 2208, জয়ী 1044। ৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী দিলীপ কুমার মজুমদার, ভোট 1786, জয়ী ২৬১। ৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী বন্দনা দাস কীর্তনীয়া, ভোট- ৩৪৯৪, জয়ী ২৯৯২। ১৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে দিলীপ কুমার দাস ভোট ১৩৬১ জয়ী ৩৮৬। ১৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী শর্মিলা দাস বৈরাগী।
অন্যদিকে, ১৮-নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস এগিয়ে ( প্রাপ্ত-১১২৯, জয়ী-৩৪৫)। ২০ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল,নারায়ণ ঘোষ ( প্রাপ্ত- ২৬২৮ ,জয়ী- ২৩৮৮)
বিস্তারিত আসছে.....