দা কাশ্মীর ফাইল প্রদর্শনে ১ মাস ব্যাপী ১৪৪ ধারা জারি হল কোটায়

Section-144-was-issued-in-Kota-for-a-month-to-show-the-Kashmir-file


প্রতিনিধি : জম্মু ও কাশ্মীর থেকে কাশ্মীরি পন্ডিতদের নির্বাসনের উপর তৈরি করা 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটির প্রদর্শনের  সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজস্থানের কোটায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।প্রায় ১ মাস ধরে জারি থাকবে এই ধার।

কোটা জেলা কালেক্টর এবং জেলা ম্যাজিস্ট্রেট রাজকুমার সিং একটি আদেশ জারি করেছেন যে বাইশে মার্চ অর্থাত্‍ মঙ্গলবার থেকে এপ্রিল মাসের ২১ তারিখ পর্যন্ত জেলায় ১৪৪ ধারা বলবত্‍ থাকবে। আদেশে বলা হয়েছে, ২২ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জনসমাগম, বিক্ষোভ, মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা থাকবে।

শুরু হয়েও হলো না শুরু, ২৬ শে মার্চ থেকে ছুটছে না ভারত-বাংলাদেশগামী ট্রেন মৈত্রী- বন্ধন

তার নির্দেশে ডিএম বলে দেন, কোটা জেলা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে খুবই সংবেদনশীল। দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রের প্রদর্শনের সময় আইন ও শান্তি-শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে পারে এই এলাকায়।

মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী ও দর্শন কুমার অভিনীত দা কাশ্মীর ফাইলস বক্স অফিসে ১০০ কোটি পার করে গেছে। এই ছবিতে মূলত নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে উৎখাত করে দেওয়ার কাহিনী বর্ণিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post