রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়তে চলেছে স্পেস ইন্ডাস্ট্রিতে

Russias-war-in-Ukraine-is-having-an-impact-on-the-space-industry


প্রতিনিধি : স্যাটেলাইট উৎক্ষেপণ কারী রকেট এর উপর থেকে সরিয়ে ফেলা হলো বেশ কয়েকটি দেশের জাতীয় পতাকা। যদিও ভারতের পতাকা কে সসম্মানে রকেট এর ওপর রাখা হয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণার একজন প্রমুখ প্রতিনিধি তরফ থেকে টুইট করে কয়েকটি দেশের পতাকার ভিডিও সহ  লিখেছেন " আমাদের দেশের রকেট বেশ কয়েকটি দেশের পতাকা ছাড়াও সুন্দর দেখাচ্ছে"।

ইউক্রেন রাশিয়ার সংঘর্ষে বিশ্বের কোন  দেশ রাশিয়াকে আবার কোন দেশ ইউক্রেনকে সমর্থন করছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের তরফ থেকে কোন দেশকে এই নির্দিষ্ট করে সমর্থন করার কথা জানানো হয়নি। ভারতবর্ষের ভবিষ্যতের বৈদেশিক সম্পর্কের কথা মাথায় রেখে ভারতের প্রধানমন্ত্রীর সহ বৈদেশিক মন্ত্রীর তরফ থেকে নিউট্রালে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন-- বনগাঁর প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি, তদন্তে বনগাঁ থানার পুলিশ

ইতিমধ্যে ভারত সরকারের তরফ থেকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়া সহ ভারতীয় নাগরিকদের দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য যুদ্ধবিমান পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। ভারতীয় বৈদেশিক মন্ত্রকের তরফ থেকে ইউক্রেনের রাষ্ট্রদূত কে ভারতের যুদ্ধ স্থল থেকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। সেইমতো দেশের মাটিতে ফিরে এসেছেন অনেকে।

আরও পড়ুন-- ইউক্রেন থেকে আজ দেশের মাটিতে পা ফেলছেন ৩৭২৬ ভারতীয়, সাফল্যে 'অপারেশন গঙ্গা'

স্যাটেলাইট নিক্ষেপণ কারী রকেটের উপর থেকে সরিয়ে ফেলা হয়েছে জাপান, আমেরিকা ও ইউকের পতাকাকে। কাজাকিস্তানে অবস্থিত এই রকেট টির উপর থেকে কয়েকটি দেশের জাতীয় পতাকা সরিয়ে নেওয়ার ঘটনাতে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে। তবে কি রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হতে চলেছে ওই কয়েকটি দেশের? তা নিয়ে প্রশ্ন উঠছে।

Post a Comment

Previous Post Next Post