জেলা স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, ইন্টারভিউ ভিত্তিতে ভর্তি

Recruitment-of-a-lot-of-staff-in-the-district-health-department-admission-on-interview-basis


ঈশিতা সাহা : কোনও পরিক্ষার ভিত্তিতে নয়, শুধু ইন্টারভিউ দিয়েই সরাসরি পেতে পারেন চাকরি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে নিয়োগ। জারি করা হল সেই নিয়োগের বিজ্ঞপ্তি। নার্সিং, স্নাতক সহ একাধিক যোগ্যতা প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

নিয়োজিত পদ -- 

মেডিক্যাল অফিসার (NUHM), জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (NRHM), মেডিক্যাল অফিসার (HCP), স্টাফ নার্স (NUHM), স্টাফ নার্স (HCP), অ্যাকাউন্টেন্ট, GDA এবং সিনিয়ার টিউবারকিউলসিস ল্যাবরেটরি সুপারভাইজার (STLS)।

সা-রে-গা-মা-পা'র প্রথম পুরস্কার জিতল আলিপুরদুয়ারের নীলাঞ্জনা

আবেদনকারীর যোগ্যতা --

মেডিক্যাল অফিসার এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি এবং ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশীপ। স্টাফ নার্স পদের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত জায়গা থেকে GNM কোর্স পাশ। অ্যাকাউন্টেন্ট এবং GDA পদের ক্ষেত্রে কেবল অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাই আবেদন যোগ্য।সিনিয়ার টিউবারকিউলসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদের জন্য যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ, সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। 

চুরি করতে এসে বৃদ্ধার গলার নলি কেটে খুন! মৃতদেহ আটকে বিক্ষোভ ইচ্ছাপুরে

আবেদনকারীর বয়স সীমা ----

মেডিক্যাল অফিসার ও জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: সর্বোচ্চ ৬২ বছর।

স্টাফ নার্স (NUHM) : সর্বোচ্চ ৬৪ বছর।

স্টাফ নার্স (HCP) : সর্বোচ্চ ৪০ বছর।

অ্যাকাউন্টেন্ট ও GDA : সর্বোচ্চ ৬০ বছর।

সিনিয়ার টিউবারকিউলসিস ল্যাবরেটরি সুপারভাইজার : ২২ থেকে ৪০ বছরের মধ্যে।

তৃতীয় দিনেও বৈঠকে মিললো না সুরাহা, ভয়ঙ্কর হতে চলেছে যুদ্ধ পরিস্থিতি

মাসিক বেতন --

মেডিক্যাল অফিসার ও জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে ৬০,০০০ টাকা। স্টাফ নার্স পদে ২৫,০০০ টাকা। অ্যাকাউন্টেন্ট ও GDA পদে যথাক্রমে ১২,০০০ টাকা এবং ৮,০০০ টাকা। সিনিয়ার টিউবারকিউলসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদে ২৫,০০০ টাকা।

ইন্টারভিউ তারিখ ১১ মার্চ।

ইচ্ছুক প্রার্থীরা 'DRS Hall (1st Floor) Bungalow Office Campus of the CMOH, 11, Dr. P.K. Banerjee Roas, Lichubagan, Howrah-711101' এই ঠিকানায় যোগাযোগ করবেন ইন্টারভিউয়ের জন্যে। অধিক তথ্যের বিস্তারিত জানতে স্বাস্থ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।

Post a Comment

Previous Post Next Post