রামপুরহাট কান্ড : রাজ্যের গঠিত 'সিট', আর কাজ করবে না, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Rampurhat-case-State-constituted-seat-will-no-longer-work-Calcutta-High-Court


প্রতিনিধি :  রামপুরহাটে চূড়ান্ত নির্মমতা হত্যাকান্ডের সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। তবে এই ঘটনায় রাজ্যের গঠন করা সিট এই তদন্তের কাজ আর করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এবার থেকে হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। যত দ্রুত সম্ভব সিবিআই-কে বগটুই গ্রামে যাওযার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

সীমান্তে কাঁটাতারের গেট বন্ধ রাখায় ক্ষতির মুখে কয়েকশো বিঘা জমির মালিকরা

প্রাথমিক তদন্তের পর আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআই-কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে তদন্তের নিরেপক্ষতা বজায় রাখতে হাইকোর্টের নজরদারিতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

এদিকে রামপুরহাটে যে নৃশংস ঘটনা ঘটেছে তার পিছনে আনারুল হোসেন থাকার অভিযোগ উঠছে। এদিন বগটুই গ্রামে পৌঁছনোর পরেই মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগ করেন নিহতদের পরিবার।আনারুলের নির্দেশ মতোই আগুন লাগানো হয়েছিল বাড়িতে বাড়িতে।

কন্যাশ্রী প্রকল্পে চাকরির সন্ধান, যে কোন বিষয়ে স্নাতক পাশেই আবেদন

পুলিশকেও নাকি সে নিয়ন্ত্রণ করেছে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন এবং নির্দেশের কার্যত ঘণ্টাখানেকের মধ্যে তারাপিঠ থেকে গ্রেফতার হয়েছেন আনারুল। 

Post a Comment

Previous Post Next Post