রাজামৌলির ছবি 'আরআরআর' তৃতীয় দিনেও সাফল্য অব্যাহত

Rajamoulis-film-RRR-continued-its-success-on-the-third-day


সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক : এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবি আরআরআর মুক্তি পেয়েছে। বাহুবলি ফ্র্যাঞ্চাইজির পর এটাই রাজামৌলির প্রথম ছবি। বহুদিন ধরেই ভক্তেরা এই ছবিটি মুক্তির অপেক্ষায় ছিলেন। ছবিতে রামচরণ, জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাটের মতো বড় বড় তারকা রয়েছেন।

ছবিটি মুক্তির প্রথম দিনেই দেশ জুড়ে ব্যাপক আলোড়ন ফেলেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবারও ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে। তৃতীয় দিন অর্থাৎ রবিবারও রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর ছবিতে একটি দুর্দান্ত সাফল্যের দেখা মিলেছে।

রামপুরহাট কান্ড : রাজ্যের গঠিত 'সিট', আর কাজ করবে না, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

তৃতীয় দিনে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রায় ২০ কোটির ব্যবসা করেছে ছবিটি। রাজামৌলির এই পিরিয়ড ড্রামা ফিল্মটি এখন পর্যন্ত শুধুমাত্র তেলেগু অঞ্চল থেকে প্রায় ১২৫.৭৪ কোটি আয় করেছে। ২৫ মার্চ মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে ৭৪.১১ কোটি এবং দ্বিতীয় দিনে ৩১.৬৩ কোটি ব্যবসা করেছে।

অর্থাৎ,

প্রথম দিনে ৭৪.১১ কোটি টাকা,

দ্বিতীয় দিনে ৩১.৬৩ কোটি টাকা,

তৃতীয় দিনে ২০ কোটি টাকা এবং

এখনও পর্যন্ত মোট ১২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।

আরআরআর-এর সংগ্রহ দেখে বলা যায়, আগামী সময়ে প্রচুর দর্শক ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছতে চলেছে। RRR-এর হিন্দি সংস্করণ সম্পর্কে কথা বলতে গেলে, ছবিটি প্রথম দিনে বক্স অফিসে ২০ কোটি ব্যবসা করেছে, দ্বিতীয় দিনে ২৩.৭৫ কোটি।

হিন্দি দর্শকদের বিনোদন দিয়ে ছবিটি এখন পর্যন্ত ৪৩.৮২ কোটি টাকা আয় করেছে। ধারণা করা হচ্ছে, তৃতীয় দিনে ২৬ থেকে ২৮ কোটির ব্যবসা করবে ছবিটি অর্থাৎ আগামীতে ছবিটি ৭০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post