প্রতিনিধি : তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। এমনই অভিযোগ উত্তর ২৪ পরগণার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা তাপস মুখার্জির।
বুধবার গভীর রাতে তাপস বাবুর বনগাঁ হাই স্কুল মোড়ের বাড়ির নিচে কয়েকটি যুবকের আওয়াজ শুনতে পান। তাপস বাবু, কে বা কারা জিজ্ঞাসা করলে যুবকরা তাপস বাবুকে উদ্দেশ্য করে গালি গালাজ করে নিচে নেমে আসতে বলে। তারপরেই চার রাউন্ড গুলির শব্দ শুনতে পান তাপস বাবু। সকালে উঠে কয়েকটি গুলির খোল ও একটি গুলি দেখতে পায় তারা। পরবর্তীতে বনগাঁ থানায় খবর দিলে পুলিশ এসে দুটি গুলির খোল ও একটি গুলি উদ্ধার করেন। বনগাঁ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।
ইউক্রেন থেকে আজ দেশের মাটিতে পা ফেলছেন ৩৭২৬ ভারতীয়, সাফল্যে 'অপারেশন গঙ্গা'
প্রসঙ্গত, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তাপস মুখার্জির মেয়ে দেবজানি চাটার্জ্জী পৌর নির্বাচনে বনগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ছিলেন। ভোটের ফলাফল ঘোষণা ঘোষণার দিন রাতেই দেবজানি তাঁর বাপের বাড়িতে ছিলেন। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে তাপস মুখার্জি কিছু বলেননি। ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন তিনি।
দেবজানি চ্যাটার্জির অভিযোগ, ভোটের দিন শাসক দলের প্রার্থীর সাথে অশান্তি হয় এমনকি শাসক দলের পক্ষ থেকে তাকে মারার হুমকিও দেওয়া হয়। তারপর থেকেই তিনি নানা রকম আশঙ্কার মধ্যে ছিলেন।
উত্তরপ্রদেশের ষষ্ঠ দফায় ভোট, নাগরিকদের উদ্দেশ্যে উৎসাহ প্রধানমন্ত্রীর
তার মতে, তার সঙ্গে কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই যে শত্রুতার জেরে তার বাড়িতে গুলি চললো এই শত্রুতা সূত্রপাত হয়েছিল ভোট কেন্দ্র থেকেই। গতকালের পর থেকে আতঙ্কে রয়েছে দেবজানি চাটার্জী। এ বিষয়ে তিনি বলেন, "সমস্ত বিরোধী দলের সাথেই আমি সদ্ভাব রেখে চলি কিন্তু ভোটের দিন থেকেই অশান্তি সৃষ্টি হয় তারপর থেকে আতঙ্কের মধ্যে রয়েছি আমি।"