বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বেতন বৃদ্ধির প্রতিবাদে স্কুল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাল অভিভাবকেরা

Parents-lock-school-gates-to-protest-pay-hike-in-private-English-medium-schools


প্রতিনিধি : বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বেতন বৃদ্ধির প্রতিবাদে স্কুল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ বনগাঁ জেলার বনগাঁ কালুপুরের উনাই এলাকায়। ওই ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে।

টলি অভিনেত্রীর নামে ভুয়ো প্রোফাইল; আইনের দ্বারস্থ

জানা গিয়েছে, কালুপুরের উনাইতে দিল্লি বোর্ড পরিচালিত একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে হঠাৎ করেই অভিবাবকদের বৈঠক ডেকে বেতন বৃদ্ধি কথা জানিয়ে দেয় স্কুল কতৃপক্ষ। কিন্তু অভিভাবকদের দাবি, স্কুল কমিটি প্রথমে বেতন দ্বিগুণ বৃদ্ধি করার কথা জানায়।  তার পরবর্তীতে জানান হয়  ৬০ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এরপর হঠাৎ করেই এই বেতন বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা।

Parents-lock-school-gates-to-protest-pay-hike-in-private-English-medium-schools


স্কুলের প্রিন্সিপাল ও কোন ম্যানেজিং কমিটির সদস্য এসে অভিভাবকদের সঙ্গে কথা না বলার কারনে অভিভাবকরা স্কুলের মধ্যে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুল গেটে তালা দিয়ে দেয়। অভিভাবকদের দাবি যতক্ষণ পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করা না হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে ।

ফের চিনে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন, বন্ধ হয়ে গেলো বাজার!

ওই বেসরকারি ইংরেজি মাধ্যমিক স্কুলের প্রিন্সিপাল সুজাতা চক্রবর্তী জানান, “গতকাল সমস্ত অভিভাবকদের নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এখনো পর্যন্ত কোন লিখিত নোটিশ দেওয়া হয়নি। বেসরকারি স্কুলে বেতন  বাড়বে না তো কি হবে। কিন্তু এখনো বেতন বাড়ানোর কোন কথা বলা হয়নি।”

Post a Comment

Previous Post Next Post