অয়ন দাসগুপ্ত, নয়াদিল্লি : বিধানসভা নির্বাচনে হারের পর ফের দেখা মিলল বিরোধী ঐক্যে ভাঙন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে লক্ষ্য করে বিজেপি-বিরোধী এবং কংগ্রেস-বিরোধী জোট গঠনের আহ্বান জানালেন। এরপর কংগ্রেসও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিলেন কড়া পাল্টা জবাব।
আরও পড়ুন-- ভুল বোঝাবুঝির শিকার মায়াঙ্ক; দ্বিতীয় টেস্টে ৪২ অভারে ১৬৩/৬
এদিন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁকে 'পাগলা' বলেছেন সম্বোধন করেছেন। অধীর চৌধুরী বলেন, “পাগলের জবাব দেওয়া ঠিক নয়। সারা ভারতে কংগ্রেসের ৭০০ জন বিধায়ক রয়েছে। দিদির কাছে আছে? বিরোধীদের মোট ভোটের ২০% রয়েছে কংগ্রেসের। সে কি এটা আছে?”
Not right to respond to a mad person. Congress has 700 MLAs across India. Does Didi have it? Congress has 20% of Opposition's total vote share. Does she have it? She's saying this to please BJP & act as its agent. She says things like this to stay relevant: AR Chowdhury, Congress https://t.co/jhQEfJj5T0 pic.twitter.com/JQxfbRGIlq
আরও পড়ুন-- এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন...
তিনি আরও বলেন, “কংগ্রেস না থাকলে তাঁর মতো নেতা হতো না।” এরপর অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে খুশি করতে এবং তাদের এজেন্ট হিসাবে কাজ করার জন্য এটি বলছেন। প্রাসঙ্গিক থাকার জন্য তারা এমন কথা বলে। এটা তাদের মনে রাখা উচিত। তিনি বিজেপিকে খুশি করতে গোয়া গিয়েছেন, তিনি কংগ্রেসকে পরাজিত করেছেন। দিদি গোয়ায় কংগ্রেসকে দুর্বল করেছেন, এটা সবাই জানে।”
আরও পড়ুন-- গোপালনগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু ছাত্রের
অন্যদিকে শুক্রবার কংগ্রেসের বিরুদ্ধে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলির জোটের উপর জোর দিয়ে আঞ্চলিক দলগুলির উদ্দেশ্যে বলেন, “কংগ্রেসের জন্য অপেক্ষা করার কোনো মানে নেই, কারণ সেই জিনিসটা আর নেই।”
আরও পড়ুন-- গাইঘাটায় বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগে ধৃত নাবালিকা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “আমি মনে করি যে সমস্ত রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের একসঙ্গে কাজ করা উচিত। কংগ্রেসের ওপর ভরসা করে লাভ নেই।” তিনি আরও বলেন, “কংগ্রেস আগে জিততে পেরেছিল, কারণ তার একটি সংগঠন ছিল। এখন তারা সব জায়গায় হারছে। আমার মনে হয় না তারা আর জিততে আগ্রহী।”