সা-রে-গা-মা-পা'র প্রথম পুরস্কার জিতল আলিপুরদুয়ারের নীলাঞ্জনা

Nilanjana-of-Alipurduar-won-the-first-prize-of-Sa-re-ga-ma-pa


ঈশিতা সাহা : রবিবার ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছিল সা রে গা মা পার গ্র‍্যান্ড ফিনালে। প্রথম থেকেই এবারের শোতে ছিল বাংলা ও বাঙালির জয়জয়কার। স্নিগ্ধজিৎ ভৌমিক, অনন‍্যা চক্রবর্তী, কিঞ্জল চট্টোপাধ‍্যায়রা একাধিক বাঙালি শিল্পীদের নাম ছিল। অবশেষে প্রথম পুরস্কারে জয়লাভ করলো দক্ষিণবঙ্গে আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায়।

রুশ- ইউক্রেন যুদ্ধে তৃতীয়বার বিরতি! নিরাপত্তার খাতিরে খোলা হল ইউক্রেনে মানবিক পথ

দ্বিতীয় স্থানে লড়াই শেষ করলেন হুগলীর রাজশ্রী বাগ এবং তৃতীয় স্থানে শরৎ শর্মা। স্বপ্নপূরণের কাছাকাছি এসেও প্রতিযোগিতা থেকে ছিটকে যান অনন‍্যা ও স্নিগ্ধজিৎ। দীর্ঘ ২০ সপ্তাহ পরে বিজয়ীর ট্রফি উঠল নীলাঞ্জনার হাতে। এছাড়াও পুরস্কার হিসাবে তিনি পেলেন নগদ ১০ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে থাকা রাজশ্রী ও তৃতীয় স্থানের শরৎ পেলেন যথাক্রমে ৫ লক্ষ ও তিন লক্ষ টাকা।

অরুচিকর প্রস্তাবে নারাজ গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরূদ্ধে

এ বারের সা রে গা মা পা গ্র্যান্ড ফিনালেতে  বিচারকের আসনে ছিলেন শঙ্কর মহাদেবন, হিমেশ রেশমিয়া এবং বিশাল ডাডলানি। গ্র‍্যান্ড ফিনালেতে অতিথি হয়ে এসেছিলেন উদিত নারায়ণ এবং শিল্পা রাও।


জীবনের সেরার পুরস্কার হাতে ছবি পোস্ট করে নীলাঞ্জনা লিখেছেন, ‘আপনাদের আশীর্বাদ ভালবাসা ও সমর্থন ছাড়া এটা সম্ভবপর ছিল না। আমি প্রত‍্যেককে ধন‍্যবাদ জানাতে চাই এই সফরটাকে স্মরণীয় করে তোলার জন‍্য। আমার দর্শক, শুভাকাঙ্খী, সমালোচক, আমার গুরু, বাবা মা, পরিবার সকলকে ধন‍্যবাদ। আমার টিম যাদের ছাড়া এই সফরটা সম্ভব হত না, তাদেরকেও ধন‍্যবাদ।’

Post a Comment

Previous Post Next Post