প্রতিনিধি : রাজ্য খাল বাঁচাও কমিটি ও বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যদের তরফ থেকে পারবতি খালা সংস্কারের দাবিতে আজ সকাল থেকে চলল আন্দোলন। আজ সকাল দশটা নাগাদ গোপালনগর থানার নোহাটা নদীর পাড়ে দাড়িয়ে আন্দোলন ও বিক্ষোভ করেন খাল বাঁচাও কমিটি অভিজ্ঞান যুক্তিবাদী সমিতির সদস্যরা।
আরও পড়ুন-- শুরু হয়েও হলো না শুরু, ২৬ শে মার্চ থেকে ছুটছে না ভারত-বাংলাদেশগামী ট্রেন মৈত্রী- বন্ধন
স্থানীয় সূত্রের খবর, পার্বতী খাল অতীতের যমুনা নদী বলে পরিচিত ছিল। ৩০ কিলোমিটার দীর্ঘ গাইঘাটা থানার গোপীনাথপুর থেকে নদীয়ার চূর্ণী নদী পর্যন্ত বিস্তৃত এই খালটির ওপর নির্ভর করে চাষ করেন নদীর পাড়ের হাজার হাজার কৃষকেরা। বর্তমানে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় হয়ে বসেছে খালটি।
আরও পড়ুন-- বেআইনি কয়লা পাচার তদন্তে ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রী
যার ফলে নদীর দু'পাড়ের বিঘা জমি জলমগ্ন হয়ে কৃষি কাজের ক্ষতি হচ্ছে দশকের পর দশক ধরে। দীর্ঘদিন ধরে নদী সংস্কারের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতে প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া না মেলায়, খাল বাঁচাও কমিটি ও বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যদের কাছে দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন-- স্কুল পড়ুয়াদের নীল সাদা পোশাকে থাকবে বিশ্ব বাংলা লোগো? রাজ্যের বিজ্ঞপ্তিতে শোরগোল রাজনৈতিকমহল
স্থানীয় বাসিন্দা সহ খাল বাঁচাও কমিটি ও বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যদের একত্র হয়ে আজ সকাল দশটা নাগাদ গোপালনগর থানার নহাটা নদী পাড়ে দাঁড়িয়ে তারা পার্বতী খালের সংস্কারের দাবিতে আন্দোলন বিক্ষোভ শুরু করেন। এর পূর্বে আন্দোলন করে প্রতিশ্রুতি না মেলায় ফের পার্বতী খালটি সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছেন নদী তীরবর্তী বসবাসকারী বাসিন্দারা।
আরও পড়ুন-- 'দা কাশ্মীর ফাইলস' দেখার জন্য অর্ধ দিনের ছুটি ঘোষণা করল অসম সরকার
অতীতের এই যমুনা নদী অর্থাৎ পার্বতী খালটি নহাটা বাজার, বনগাঁ ও নদীয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্যের একমাত্র পথ ছিল। যা আজ মৃত প্রায়। পার্বতী খালের পুনঃ সংস্কারের জন্য তাই মরিয়া হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ কৃষকরা।