মতুয়াদের গাড়ি আটকে মারধরের অভিযোগ; ব্যবস্থা না নিলে মতুয়ারা বুঝে নেবে হুমকি শান্তনু ঠাকুরের

Matuas-car-was-stopped-and-beaten-If-no-action-is-taken-the-Matuas-will-understand-the-threat-of-Shantanu-Tagore


প্রতিনিধি : ঠাকুরনগর গামী মতুয়াদের গাড়ি আটকে মারধরের অভিযোগ। আহত হয়েছেন ২ জন। ঘটনার পর শান্তনু ঠাকুরের দ্বারস্থ মতুয়ারা। অন্যদিকে, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা বুঝে নেবে হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বেতন বৃদ্ধির প্রতিবাদে স্কুল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাল অভিভাবকেরা

অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া নরেন্দ্রপুর থেকে মতুয়া দলের প্রতিনিধিদের ২৯ তারিখ রাতে ঠাকুরনগরের উদ্দেশ্যে বাসে করে রওনা হয় মতুয়া দল। গভীর রাতে বারাসাত কাজীপাড়া এলাকায় কিছু যুবক ওই বাস আটকায় এবং তাদের মারধোর করে বলে অভিযোগ।

টলি অভিনেত্রীর নামে ভুয়ো প্রোফাইল; আইনের দ্বারস্থ

এমনকি মহিলাদের উদ্দেশ্যে কটুক্তিও করতে থাকে অভিযুক্তরা। ঘটনার প্রতিবাদ করতে গেলে সুমন হালদার ও দলপতি বিধান হালদারকে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ।

জানা গিয়েছে, ওই ঘটনায় সুমন হালদার গুরুতর আহত হয়ে কলকাতাতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ও দলপতি বিধান হালদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে মতুয়া দলের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

বছর দুয়েক পর চালু হলো আন্তর্জাতিক বিমান পরিষেবা

এরপর বৃহস্পতিবার রাতে মতুয়া দলের প্রতিনিধিরা এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের দ্বারস্থ হয় । শান্তনু ঠাকুরের বক্তব্য, "ওই এলাকায় এর আগেও দুষ্কৃতী মূলক কাজ কর্ম চললেও পুলিশ ব্যবস্থা নেয় না ।  ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা মতুয়াদের মতন দেখে নেবে ।  তার জন্য দায়ী থাকবে প্রশাসন।"


আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন...

Post a Comment

Previous Post Next Post