প্রতিনিধি : কাঁচামালের পরিবর্তে জিন্স, ফেব্রিক্স। ফের বিতর্কের মুখে এশিয়ার বৃহত্তম বন্দর পেট্রাপোল-বেনাপোল সীমান্তের রপ্তানি আমদানি বানিজ্য। ভারত থেকে বাংলাদেশ রপ্তানির জন্য গাড়িতে কাঁচামালের পরিবর্তে মিলল কাপড় সহ একাধিক পন্য। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বিএসএফ ক্যাম্প মোড় এলাকায়।
চুরি করতে এসে বৃদ্ধার গলার নলি কেটে খুন! মৃতদেহ আটকে বিক্ষোভ ইচ্ছাপুরে
পচনশীল দ্রব্রের নাম করে জিন্স, ফেব্রিক্স সহ একাধিক পন্য নিয়ে যাওয়ার অভিযোগে কয়েকটি ট্রাক আটকে রেখে প্রশাসনের হাতে তুলে দিলো স্থানীয় ট্রাক মালিকেরা। এদিন ভিন রাজ্যের কয়েকটি কন্টেনার গাড়ি রপ্তানির উদ্দেশ্যে পেট্রাপোলে যাবার সময় গাড়ি দাড় করিয়ে দেখা যায় সেগুলির মধ্যে রয়েছে জিন্স, ফেব্রিক্স সহ একাধিক পন্য।
সা-রে-গা-মা-পা'র প্রথম পুরস্কার জিতল আলিপুরদুয়ারের নীলাঞ্জনা
উল্লেখ্য, পেট্রাপোল সীমান্ত থেকে কোনো দ্রব্য রপ্তানি করার জন্য আগে বনগাঁ কালিতলা মিলনপল্লি পার্কিং এ আনা হয়। তারপর সেখানে প্রত্যেকটি গাড়ির এন্ট্রি নম্বর করা হয়। ওই এট্রি নম্বর এর ওপর ভিত্তি করে ৩০-৩৫ দিন পর সেই ট্রাকটি অনুমতি পাই পেট্রাপোল সীমান্তে যাওয়ার। তবে বাংলাদেশগামী কোনো পচনশীল দ্রব্য অর্থাৎ কাঁচামাল জাতীয় দ্রব্য গুলির জন্য এই সব অনুমতির প্রায়োজন হয়না।
অরুচিকর প্রস্তাবে নারাজ গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরূদ্ধে
স্থানীয় ট্রাক মালিকদের অভিযোগ, ট্রাক গুলিতে কাঁচামালের নাম করে জিন্স, ফেব্রিক্স সহ একাধিক পণ্য মোটা টাকার বিনিময়ে পেট্রাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিল একশ্রেণীর অসাধু কর্মীরা৷ এছাড়া গাড়ির নম্বর প্লেটের ওপর অন্য একেকটি নম্বর এর স্টিকার লাগানো। তাঁদেরকে হাতে নাতে পাকরাও করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।