প্রতিনিধি : রুশ-ইউক্রেন যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে আতঙ্কিত গোটা বিশ্বের। ইতিমধ্যে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারেও সবরকম চেষ্টা চালাচ্ছে দেশ। তার মধ্যেই ইউক্রেনের জন্যও মানবিক হাত বাড়িয়ে দিচ্ছে ভারত। সূত্রের খবর, বুধবার পোল্যান্ড হয়ে ২ টন ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে ইউক্রেনে।
আরও পড়ুন-- ইউক্রেনে আটক পাকিস্তানি পড়ুয়াদের প্রাণ রক্ষা করল ভারতীয় পতাকা
সোমবার একটি জরুরী ভিত্তিতে বৈঠকের পরে এই মানবিক সহায়তা পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ এয়ারক্রাফটকে এই সহায়তা পৌঁছে দেওয়ার ব্যাপারে মোতায়েন করা হচ্ছে।
Under Operation Ganga, 3726 Indians will be brought back home today on 8 flights from Bucharest, 2 flights from Suceava, 1 flight from Kosice, 5 flights from Budapest and 3 flights from Rzeszow: Union Civil Aviation Minister Jyotiraditya M. Scindia
(file pic) pic.twitter.com/hQ7ViqUxx8
অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে ইউক্রেনে। পাশাপাশি ত্রাণ সামগ্রীর মধ্যে কম্বল, তাঁবু, স্লিপিং ম্যাট, সোলার ল্যাম্প, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক কিট পৌঁছে দেওয়া হচ্ছে। রোমানিয়া হয়ে ১০০টি তাঁবু ও ২৫০০ কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে ইউক্রেনে।সূত্রের খবর, সোমবারই এনিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-- সবুজ আবীর মেখে উচ্ছ্বাস বনগাঁয়, বিস্তারিত ভোটের ফলাফল
ইতিমধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে যাবতীয় চিকিত্সা সরঞ্জাম, বৃহস্পতিবার পোল্যান্ড সীমান্তে পৌঁছাবে। রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনের পরিস্থিতির ওপর নজর রেখেছে হু। দেড় লক্ষ মানুষকে সাহায্য করার জন্য ৬ টন ট্রমা কেয়ার এবং জরুরী অস্ত্রোপচারের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে তবে কীভাবে সেগুলি পোল্যান্ড সীমান্ত হয়ে ইউক্রেনে পৌঁছাবে তা নিয়ে বুধবার এক সাংবাদিক সম্মলেন হতাশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়াসুস। তিনি বলেন, যুদ্ধের আগে ডব্লিউএইচও ইউক্রেনের ২৩টি হাসপাতালে জরুরি চিকিত্সা সরঞ্জাম সরবরাহ করেছিল, কিন্তু কিয়েভে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
Today, IAF is operating three more flights to various locations in the neighborhood of #Ukraine to evacuate Indian citizens: Indian Air Force spokesperson pic.twitter.com/3uqi7uLO8G
— ANI (@ANI) March 3, 2022
আরও পড়ুন-- এক নজরে দেখে নিন বনগাঁ পৌরভোটের ফলাফল
উল্লেখ্য, গত কয়েক মাসে ইউক্রেনে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। রয়েছে অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীও। সব মিলিয়ে বহু মানুষের অক্সিজেন প্রয়োজন। তথ্য বলছে, যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। অথচ পর্যাপ্ত জোগাড় নেই অক্সিজেনের।