ইউক্রেনে আটক পাকিস্তানি পড়ুয়াদের প্রাণ রক্ষা করল ভারতীয় পতাকা

Indian-flag-saves-Pakistani-students-detained-in-Ukraine


প্রতিনিধি : গতকালই নির্দেশিকা জারি করে কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে পড়ুয়াদের শহর ছাড়তে বলা হয়েছিল। আর এপর গতকাল রাতে বিদেশ সচিব হর্ষ শ্রীংলা জানিয়ে দিলেন যে ইউক্রেনের রাজধানীতে আর কোনও ভারতীয় পড়ুয়া নেই এখন। তিনি জানান, ইউক্রেনের পড়শি দেশগুলি থেকে মোট ২৬টি উড়ানে আগামী তিনদিনে ভারতীয়দের দেশে ফেরানো হবে।

একইভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আটকে বহু পাকিস্তানি পড়ুয়াও। আর ইউক্রেন থেকে তেরঙ্গার দৌলতেই তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন বলে খবর। 

আরও পড়ুন-- সবুজ আবীর মেখে উচ্ছ্বাস বনগাঁয়, বিস্তারিত ভোটের ফলাফল

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সদ্য ইউক্রেন সীমান্ত পার হয়ে রোমানিয়ার রাজধানী বুকারেস্টে পৌঁছেছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। ওই ছাত্রদের কথায়, 'ভারতের জাতীয় পতাকা সঙ্গে থাকার জন্যই দ্রুত সীমান্ত পার করার অনুমতি পায় পাকিস্তান ও তুরস্কের পড়ুয়ারা। আমরা বাড়ির পর্দা ছিঁড়ে রং মাখিয়ে তেরঙ্গা তৈরি করেছিলাম।' ভারত সরকারের প্রশংসায় এক পড়ুয়া বলেন, 'সরকার আমাদের সাহায্য করছে। তবে উদ্ধারকারী বিমানের সংখ্যা আরও বাড়িয়ে তোলা উচিত। রোমানিয়ায় ভারতীয়রা কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে পদক্ষেপ করা উচিত ভারতের দূতাবাসের।'

এদিকে বিদেশ সচিব মঙ্গলবার বলেন যে আগামী তিন দিনের মধ্যে বুখারেস্ট এবং বুদাপেস্ট থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হবে। তাছাড়া পোল্যান্ড এবং স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলিও ব্যবহার করা হবে। এর জন্য মোট ২৬টি ফ্লাইট নির্ধারিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post