ফের চালু হবে ভারত-বাংলাদেশগামী যাত্রীবাহী ট্রেন পরিষেবা

India-Bangladesh-passenger-train-service-will-be-resumed


প্রতিনিধি : করোণা মহামারীর দরুন দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল ভারত-বাংলাদেশ চলাচলকারি ট্রেনগুলো। তবে খুশির খবর, ফের ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে৷ 

রেল মন্ত্রক সূত্রে খবর, আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে৷ কলকাতা স্টেশন থেকে ঢাকার মধ্যে যাতায়াত করে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস । কলকাতা থেকে ছেড়ে গেদে সীমান্ত হয়ে ঢাকা পৌঁছত মৈত্রী এক্সপ্রেস৷ 

পেট্রোপোল- বেনাপোল সীমান্ত হয়ে ঢাকা যেত বন্ধন এক্সপ্রেস৷ এর পাশাপাশি এনজিপি থেকে ঢাকা পর্যন্ত মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেনও যাতায়াত করত৷ তিনটি ট্রেনের মধ্যে সবার প্রথমে শুরু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস৷

মহামারীর আতঙ্কে দীর্ঘদিন ধরে ট্রেন পরিষেবা বন্ধ। ফলে রাজ্য থেকে সরাসরি বাংলাদেশ যেতে একমাত্র ভরসা ছিল আকাশপথ। কিন্তু ব্যয়সাপেক্ষ হওয়ায় যাত্রীদের পক্ষে বিমানে যাতায়াত করা সম্ভব হত না৷ ফলে ট্রেন পরিষেবা শুরু হলে বহু যাত্রীই উপকৃত হবেন৷ বাংলাদেশ থেকে কলকাতায় বহু মানুষ চিকিৎসার প্রয়োজনে আসেন৷ ফলে পুনরায় ট্রেন চলাচল শুরু হলে উপকৃত হবে দুই দেশ।

Post a Comment

Previous Post Next Post