প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল থেকে উত্তরপ্রদেশে ভোট। ৬ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। এদিন ভোট দিলেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরে ভোট দেওয়ার পর তিনি বলেন, ৮০টিরও বেশি আসনে জিতবে বিজেপি। আদিত্যনাথ গোরক্ষপুর আরবান বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ দফায় মোট ১০টি জেলার ৫৭টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। ভোটদান করবেন ২.১ কোটি ভোটার।
আরও পড়ুন-- ইউক্রেনে মানবিক সহায়তা ভারতের; দেশে অক্সিজেন সংকট, হতাশায় WHO
ভোট দেবার পর তিনি জানান, "আশা করি মানুষ বিপুল সংখ্যায় ভোট দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিপুল আসন জিতে ভোটে জয়ের রেকর্ড গড়বে বিজেপি। আমরা রাজ্যের ৮০ শতাংশেরও বেশি আসনে জিতব। উন্নয়ন ও নিরাপত্তার জন্য ভোট দিন, বিজেপিকে ভোট দিন।'
মুখ্যমন্ত্রী যোগী ছাড়াও ষষ্ঠ দফায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারিত হবে আজ। তাঁদের মধ্যে রয়েছেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি লাল্লু, স্বামী প্রসাদ মৌর্য। আজাদ সমাজ পার্টির প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদ। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা রাম গোবিন্দ চৌধুরী।
আরও পড়ুন-- ইউক্রেনে আটক পাকিস্তানি পড়ুয়াদের প্রাণ রক্ষা করল ভারতীয় পতাকা
ষষ্ঠ দফায় যে সব জেলায় চলছে ভোটগ্রহণ সেই সব জেলার মধ্যে রয়েছে আম্বেদকরনগর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বস্তি, সন্ত কবীর নগর, মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশীনগর, দেওরিয়া, বালিয়া।
বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, 'গণতন্ত্রের উত্সব আজ ষষ্ঠদফা। সবাইকে অনুরোধ করছি, আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। আপনার একটা ভোটের মূল্য অনেক।'