প্রতিনিধি : ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ ক্লিয়ারি এবং ফরওয়ার্ডিং এজেন্ট এর হরতালের কারণে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
আরও পড়ুন-- যুদ্ধবিরতির ঘোষণা করল রাশিয়া, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে
সূত্রের খবর, ভারত থেকে বাংলাদেশ গামী মাল বোঝাই গাড়ি থেকে বেআইনি মাল উদ্ধার হওয়ার কারনে বাংলাদেশ বর্ডার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রজু করা হয়েছিল। তার প্রতিবাদে আজ থেকে বাংলাদেশে ক্লিয়ারি এবং ফরওয়ার্ডিং এজেন্টরা বেনাপোলে হরতাল শুরু করেছে। তাদের দাবি মামলা প্রত্যাহার না করলে এই কর্মবিরতী চলবে। সেই কারণের জন্য স্থগিত হয়ে আছে বনগাঁ পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আমদানি-রপ্তানি।
আরও পড়ুন-- জাদেজার ঝড়ো সেঞ্চুরিতে সমস্যায় শ্রীলঙ্কা, বড় স্কোরের লক্ষ্যে ভারত
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, লকডাউনের পর থেকে কিছু অসাধু ব্যাবসায়ীদের কারনে এমন হচ্ছে, তাঁর জন্য সমস্যায় পরছে বাকি ব্যাবসায়ীরা। বাংলাদেশে রুজু মামলা প্রাত্যাহার না করলে কর্মবিরতী এভাবে চলবে বলে জানিয়েছে বাংলাদেশে ক্লিয়ারি এবং ফরওয়ার্ডিং এজেন্টরা।
আরও পড়ুন-- বনগাঁর প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি, তদন্তে বনগাঁ থানার পুলিশ
বন্ধ নিয়ে নানা অসুবিধার মুখে পরতে হয়েছে ব্যবসায়ীদের। শুধুমাত্র ভারতের নয় বাংলাদেশের আমদানি রপ্তানির বাজারে ভাটা দেখা দিয়েছে এই হরতালের কারণে। তাছাড়াও মাল আমদানি-রপ্তানির কাজে যুক্ত লোকজনদেরও রুজি রোজগারে ভাটা দেখা দিয়েছে।