প্রতিনিধি : সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ই পি এফ এর সুদের হার পূর্বের তুলনায় কমিয়ে নেওয়ার জন্য প্রতিবাদ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ই পি এফ এর সুদের হার বাড়ানোর দাবিতে রাজ্যের বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হল উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁয় ।
খবর, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইপিএফ এর সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছে। তার প্রতিবাদ করতে আজ রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার বিকেলে বনগাঁর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। বনগাঁ রামনগর রোডের মুখে ও বাটা মোড়ের দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ করেন প্রতিবাদ মিছিলে যোগদান কারী কর্মী-সমর্থকের।
৫ লক্ষ টাকার মাদকদ্রব্য সহ গ্রেফতার ৪ জন
এদিন বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি তথা নারায়ণ ঘোষও যোগ দেন এই প্রতিবাদ মিছিলে। তিনি বলেন, সভাপতির নির্দেশ অনুসারে ই পি এফ এর সুদের হার কমানোর প্রতিবাদ আজ আমরা একসাথে বনগাঁর আইএনটিটিইউসি কর্মী-সমর্থকেরা এই বিক্ষোভে যোগদান করেছি। যতক্ষণ না ইপিএফ এর সুদের হার বাড়ানো হচ্ছে আমাদের আন্দোলন চলবে। যদিও কেন্দ্রের তরফ থেকে ইপিএফ এর কমানোর সুদের হার পূর্বের অবস্থায় বাড়ানো হবে কিনা তার কোন প্রতিশ্রুতি দেওয়া হয়নি।